Nazihar News Network

বড়লোকের মেয়ে বলেই স্বামীর ওপর নির্যাতন পরীর!

পরীমনি বড়লোকের মেয়ে। তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া হয়। তাই বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার ও মাঝে-মধ্যে মানসিক নির্যাতন করতে থাকেন তিনি। এরকম একটা গল্প নিয়ে ‘কাগজের বউ’ নামে ছবি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা ডিএ তায়েব।

পরীমনি বড়লোকের মেয়ে। তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া হয়। তাই বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার ও মাঝে-মধ্যে মানসিক নির্যাতন করতে থাকেন তিনি। এরকম একটা গল্প নিয়ে ‘কাগজের বউ’ নামে ছবি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা ডিএ তায়েব।

তায়েবের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা পরীমনি। এটি নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চোধুরী।

ডিএ তায়েব বলেন, ‘কাগজের বউ’ ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। আমাদের সিনেমার প্রযোজক এমনই সিদ্ধান্ত নিয়েছেন। অলরেডি সব কাজ শেষ হয়েছে সিনেমাটির। আগামীকাল বুধবার সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।

এই অভিনেতা আরও বলেন, ‘ছবিতে পরীমনি অভিনয় করবেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তার; কিন্তু বিয়েতে তার সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামীর ওপর। এরকম একটা গল্প নিয়ে সিনেমা তৈরি হয়েছে।’

ছবিটি প্রযোজনা করেছেন মাহবুবা শাহরীন। সিনেমায় আরও রয়েছেন- চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামানসহ অনেকেই।

1 comment

Leave a Reply to Lisa Scholfield Cancel reply

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.