Nazihar News Network
News from Nazihar It SolutionNews from Nazihar It Solution

যে কেউ এখন কম্পিউটার প্রোগ্রামার হতে পারেন

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কম্পিউটার বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে। কম্পিউটার প্রোগ্রামিংয়ের যে বাধা ছিল, তা এখন দূর হয়ে গেছে। ফলে ডিজিটাল বৈষম্যও প্রায় শেষ হওয়ার পথে। আর তাই প্রত্যেকেই এখন কম্পিউটার প্রোগ্রামার। এর জন্য কেবল কম্পিউটারকে কিছু বলতে হবে। তাইওয়ানের রাজধানী তাইপেতে চলমান কম্পিউটেক্স ফোরামে অংশ নিয়ে এ কথা বলেন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।

অনুষ্ঠানে হুয়াং আরও বলেন, ‘আমরা নতুন কম্পিউটিং যুগে প্রবেশ করেছি, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রতি কম্পিউটিং যুগে মানুষ ভিন্ন ভিন্ন কাজ করতে পারে, যা আগে সম্ভব ছিল না। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেদিক থেকে নতুন যুগের সূচনা করেছে। কম্পিউটার জগতে এত দ্রুত অগ্রগতির কারণ হচ্ছে এর ব্যবহার সহজ। সত্যিকার অর্থে এই প্রযুক্তি প্রতিটি খাতে ব্যবহৃত হতে যাচ্ছে।’

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কী করা যায়, তা দেখানোর পাশাপাশি বেশ কিছু নতুন প্রযুক্তির তথ্যও তুলে ধরেন হুয়াং। এ সময় তিনি বিশ্বের বৃহত্তম বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ডব্লিউপিপির সঙ্গে অংশীদারত্ব চুক্তির ঘোষণা দেন। এখন থেকে প্রতিষ্ঠানটি ডিজিটাল বিজ্ঞাপনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে।

বর্তমানে এনভিডিয়া বিশ্বের সবচেয়ে দামি সেমিকন্ডাক্টর বা চিপ নির্মাতা প্রতিষ্ঠান। বিশেষ করে জিপিইউ (গ্রাফিকস প্রসেসিং ইউনিট) তৈরির ক্ষেত্রে এনভিডিয়া শীর্ষস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ব্যবহৃত কম্পিউটিং সিস্টেমের জন্যও চিপ বা প্রসেসর তৈরি করছে। এনভিডিয়ার তৈরি চিপ ব্যবহার করে মাইক্রোসফট নিজেদের বিং সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটিয়েছে। গত সপ্তাহে এনভিডিয়া জানিয়েছিল, ওয়াল স্ট্রিট তাদের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের আয়ের যে পূর্বাভাস দিয়েছিল, তার চেয়ে ৫০ শতাংশ বেশি আয় হবে তাদের।

চ্যাটজিপিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে চিপের চাহিদা বাড়ায় বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের জোগান দিতে হিমশিম খাচ্ছে এনভিডিয়া। ঘাটতি মেটাতে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের সরবরাহ বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কম্পিউটার বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে। কম্পিউটার প্রোগ্রামিংয়ের যে বাধা ছিল, তা এখন দূর হয়ে গেছে। ফলে ডিজিটাল বৈষম্যও প্রায় শেষ হওয়ার পথে। আর তাই প্রত্যেকেই এখন কম্পিউটার প্রোগ্রামার। এর জন্য কেবল কম্পিউটারকে কিছু বলতে হবে। তাইওয়ানের রাজধানী তাইপেতে চলমান কম্পিউটেক্স ফোরামে অংশ নিয়ে এ কথা বলেন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।

অনুষ্ঠানে হুয়াং আরও বলেন, ‘আমরা নতুন কম্পিউটিং যুগে প্রবেশ করেছি, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রতি কম্পিউটিং যুগে মানুষ ভিন্ন ভিন্ন কাজ করতে পারে, যা আগে সম্ভব ছিল না। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেদিক থেকে নতুন যুগের সূচনা করেছে। কম্পিউটার জগতে এত দ্রুত অগ্রগতির কারণ হচ্ছে এর ব্যবহার সহজ। সত্যিকার অর্থে এই প্রযুক্তি প্রতিটি খাতে ব্যবহৃত হতে যাচ্ছে।’

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কী করা যায়, তা দেখানোর পাশাপাশি বেশ কিছু নতুন প্রযুক্তির তথ্যও তুলে ধরেন হুয়াং। এ সময় তিনি বিশ্বের বৃহত্তম বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ডব্লিউপিপির সঙ্গে অংশীদারত্ব চুক্তির ঘোষণা দেন। এখন থেকে প্রতিষ্ঠানটি ডিজিটাল বিজ্ঞাপনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে।

বর্তমানে এনভিডিয়া বিশ্বের সবচেয়ে দামি সেমিকন্ডাক্টর বা চিপ নির্মাতা প্রতিষ্ঠান। বিশেষ করে জিপিইউ (গ্রাফিকস প্রসেসিং ইউনিট) তৈরির ক্ষেত্রে এনভিডিয়া শীর্ষস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ব্যবহৃত কম্পিউটিং সিস্টেমের জন্যও চিপ বা প্রসেসর তৈরি করছে। এনভিডিয়ার তৈরি চিপ ব্যবহার করে মাইক্রোসফট নিজেদের বিং সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটিয়েছে। গত সপ্তাহে এনভিডিয়া জানিয়েছিল, ওয়াল স্ট্রিট তাদের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের আয়ের যে পূর্বাভাস দিয়েছিল, তার চেয়ে ৫০ শতাংশ বেশি আয় হবে তাদের।

চ্যাটজিপিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে চিপের চাহিদা বাড়ায় বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের জোগান দিতে হিমশিম খাচ্ছে এনভিডিয়া। ঘাটতি মেটাতে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের সরবরাহ বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তার একটি উদ্যোগ নিয়েছেন। গত সপ্তাহে তিনি এক সাক্ষাৎকারে বলেন, এখন জিপিইউ পাওয়া প্রয়োজনীয় ওষুধ পাওয়ার চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.