Nazihar News Network
News from Nazihar It Solution

অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম যেসব স্মার্টফোনে পরখ করা যাবে

নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আইও ২০২৩’তে  কৃত্রিম বুদ্ধিমত্তাকেন্দ্রিক নানা পণ্য ও সেবা আনার ঘোষণা দিয়েছে গুগল। ব্যতিক্রম ঘটেনি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও। গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে ম্যাজিক কম্পোজ নামের এআই টুল যুক্ত করা হয়েছে। টুলটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েডের মেসেজেস অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে উত্তর দিতে পারবেন। এ ছাড়া কোনো দৃশ্যের বর্ণনা লিখে দিলে ছবি তৈরির সুযোগও মিলবে।

অ্যান্ড্রয়েড ১৪ আনার ঘোষণা দিলেও এখনই সব ফোনে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে না। তবে অ্যান্ড্রয়েড ১৪ বেটা প্রোগ্রামের মাধ্যমে উন্মুক্ত করার আগেই অপারেটিং সিস্টেমটির বিভিন্ন সুবিধা পরখ করা যাবে। তবে সব প্রতিষ্ঠানের তৈরি ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেটা সংস্করণ কাজ করবে না।

অ্যান্ড্রয়েড ১৪ বেটা সংস্করণ যেসব ফোনে ব্যবহার করা যাবে, সেগুলো হলো পিক্সেল ৪এ (ফাইভজি), পিক্সেল ৫, পিক্সেল৫এ, পিক্সেল৬, পিক্সেল৬প্রো, পিক্সেল৬এ, পিক্সেল৭, পিক্সেল৭ প্রো, পিক্সেল৭এ, পিক্সেল ফোল্ড, ভিভো এক্স৯০প্রো, ভিভো আইকিউওও১১, নাথিং ফোন, অপো ফাইন্ড এন২, অপো ফাইন্ড এন২ ফ্লিপ, ওয়ান প্লাস ১১, টেকনো ক্যামন ২০ সিরিজ, রিয়েলমি জিটি ২ প্রো, শাওমি ১৩, শাওমি ১৩ প্রো এবং শাওমি ১২টি।

নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আইও ২০২৩’তে  কৃত্রিম বুদ্ধিমত্তাকেন্দ্রিক নানা পণ্য ও সেবা আনার ঘোষণা দিয়েছে গুগল। ব্যতিক্রম ঘটেনি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও। গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে ম্যাজিক কম্পোজ নামের এআই টুল যুক্ত করা হয়েছে। টুলটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েডের মেসেজেস অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে উত্তর দিতে পারবেন। এ ছাড়া কোনো দৃশ্যের বর্ণনা লিখে দিলে ছবি তৈরির সুযোগও মিলবে।

অ্যান্ড্রয়েড ১৪ আনার ঘোষণা দিলেও এখনই সব ফোনে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে না। তবে অ্যান্ড্রয়েড ১৪ বেটা প্রোগ্রামের মাধ্যমে উন্মুক্ত করার আগেই অপারেটিং সিস্টেমটির বিভিন্ন সুবিধা পরখ করা যাবে। তবে সব প্রতিষ্ঠানের তৈরি ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেটা সংস্করণ কাজ করবে না।

অ্যান্ড্রয়েড ১৪ বেটা সংস্করণ যেসব ফোনে ব্যবহার করা যাবে, সেগুলো হলো পিক্সেল ৪এ (ফাইভজি), পিক্সেল ৫, পিক্সেল৫এ, পিক্সেল৬, পিক্সেল৬প্রো, পিক্সেল৬এ, পিক্সেল৭, পিক্সেল৭ প্রো, পিক্সেল৭এ, পিক্সেল ফোল্ড, ভিভো এক্স৯০প্রো, ভিভো আইকিউওও১১, নাথিং ফোন, অপো ফাইন্ড এন২, অপো ফাইন্ড এন২ ফ্লিপ, ওয়ান প্লাস ১১, টেকনো ক্যামন ২০ সিরিজ, রিয়েলমি জিটি ২ প্রো, শাওমি ১৩, শাওমি ১৩ প্রো এবং শাওমি ১২টি।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.