Nazihar News Network
News frzom Nazihar It Solution

টাইগারদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ইংলিশ কন্ডিশন

গেল মার্চ মাসে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ দল। সেই সিরিজে টাইগারদের সামনে কোনো রকম প্রতিরোধই গড়তে পারেনি আইরিশরা। এবার তাদের বিপক্ষে ফিরতি সিরিজ খেলতে ইংল্যান্ডের চেমসফোর্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। এবার খেলা হবে ভিন্ন কন্ডিশনে। তাই এই সিরিজের প্রস্তুতির জন্য একটু আগেভাগেই ইংল্যান্ডে পৌঁছান তামিম ইকবালরা। দুই দিন অনুশীলনের পর তাদের খেলার কথা ছিল একটি প্রস্তুতি ম্যাচও। কিন্তু বৃষ্টির কারণে গত শুক্রবার তা আর মাঠে গড়ায়নি। টাইগারদের এই সফরে আয়ারল্যান্ডের চেয়েও বড় প্রতিপক্ষ হবে ইংল্যান্ডের কন্ডিশন। এমনটাই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন।

গেল মার্চ মাসে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ দল। সেই সিরিজে টাইগারদের সামনে কোনো রকম প্রতিরোধই গড়তে পারেনি আইরিশরা। এবার তাদের বিপক্ষে ফিরতি সিরিজ খেলতে ইংল্যান্ডের চেমসফোর্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। এবার খেলা হবে ভিন্ন কন্ডিশনে। তাই এই সিরিজের প্রস্তুতির জন্য একটু আগেভাগেই ইংল্যান্ডে পৌঁছান তামিম ইকবালরা। দুই দিন অনুশীলনের পর তাদের খেলার কথা ছিল একটি প্রস্তুতি ম্যাচও। কিন্তু বৃষ্টির কারণে গত শুক্রবার তা আর মাঠে গড়ায়নি। টাইগারদের এই সফরে আয়ারল্যান্ডের চেয়েও বড় প্রতিপক্ষ হবে ইংল্যান্ডের কন্ডিশন। এমনটাই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন।

গতকাল শনিবার পূর্বাচলে প্রতিবন্ধীদের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন হাবিবুল বাশার। সেই সময় টাইগারদের আসন্ন সিরিজ সম্পর্কে তিনি বলেন, ‘সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের একটা (প্রস্তুতি) ম্যাচ খেলার সুযোগ ছিল। ম্যাচটা খেলতে পারলে আমাদের জন্য খুব ভালো হতো। যদিও অনুশীলন করার কিছুটা সুযোগ পাচ্ছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছি হাতে। তবে একটা ম্যাচ খেলতে পারলে খুব ভালো হতো। কারণ কন্ডিশন পুরোপুরি ভিন্ন।’

এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডে সবশেষ খেলতে গিয়েছিল বাংলাদেশ। এরপর এবারই প্রথম ইংলিশদের কন্ডিশনে খেলবে টাইগাররা। তবে এবার বাংলাদেশকে খেলতে হচ্ছে চ্যালেঞ্জিং কন্ডিশনে। কারণ বৃষ্টির মৌসুম হওয়ায় তুলনামূলক অনেকটা পরিবর্তন হবে ইংলিশদের উইকেটে। এ বিষয়ে বিসিবির এ নির্বাচক বলেন, ‘যদি জুলাই-আগস্ট মাসে খেলা হতো, আমাদের জন্য ভালো হতো। কারণ ঐ সময় ইংল্যান্ডের উইকেট একদম শুষ্ক থাকে। যেটা আমাদের পক্ষে থাকত। কিন্তু এই মে মাসের দিকে উইকেট একটু নরম থাকে, বৃষ্টি হয়। কন্ডিশনটা কিন্তু খুব চ্যালেঞ্জিং।’

এ সময় আইরিশদের নয়, ইংল্যান্ডের কন্ডিশনকে নিজেদের বড় প্রতিপক্ষ মেনে বাশার জানান সবাই বেশ আত্মবিশ্বাসী। বলেন, ‘আমার মনে হয়, প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ড যখন ওদের মাটিতে খেলা হয় তখন খুব ভালো একটা প্রতিপক্ষ। তবে আমাদের জন্য বড় প্রতিপক্ষ কন্ডিশনটা। আমরা কতটা মানিয়ে নিতে পারছি, তার ওপরে আমাদের পারফরম্যান্সটা নির্ভর করবে। দল হিসেবে তো আমরা খুব ভালো খেলছি। সবাই আত্মবিশ্বাসী, খুব ভালো খেলছে। তবে কন্ডিশনটা একটা বড় চ্যালেঞ্জ। আমার মনে হয়, এই সিরিজটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.