Nazihar News Network
News frzom Nazihar It Solution

গুগল আই/ও সম্মেলনে যেসব ঘোষণা আসতে পারে

১০ মে হবে এ বছরের গুগল ডেভেলপার সম্মেলন। প্রতিবছর আয়োজিত এ সম্মেলনকে সংক্ষেপে ‘আই/ও সম্মেলন’ বলা হয়। প্রতিবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে গুগলের সফটওয়্যার, অ্যান্ড্রয়েডসহ গুগলের বিভিন্ন হালনাগাদ পণ্য নিয়ে ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এবারও এ সম্মেলনটি এক দিনের জন্য অনুষ্ঠিত হবে।

গুগলের এই বার্ষিক ডেভেলপার সম্মেলনে অ্যাপ ও গুগল ইকোসিস্টেমের সর্বশেষ প্রযুক্তি নিয়ে হালনাগাদ তথ্য জানতে পারেন ডেভেলপাররা। এ সম্মেলনটি গুগলের নতুন পণ্য ঘোষণার জন্যও পরিচিত। ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউয়ের শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে নির্বাচিত গণমাধ্যমকর্মী ও ডেভেলপারদের আমন্ত্রণ জানাচ্ছে গুগল। এ ছাড়া সম্মেলনটি অনলাইনের মাধ্যমে সবাই দেখতে পারবেন।

বার্ষিক ডেভেলপার সম্মেলনে উপস্থাপনের কোনো পণ্য বা সেবার আনুষ্ঠানিক ঘোষণা দেয় না গুগল। তবে বিভিন্ন পণ্য বা সেবা নিয়ে সম্মেলনের আগমুহূর্তে শুরু হয় নানা আলোচনা। ধারণা করা হচ্ছে, এবারের সম্মেলনে অ্যান্ড্রয়েড-১৪, পিক্সেল ৭এ, গুগল পিক্সেল ফোল্ড, পিক্সেল ৮ ও ৮ প্রো, গুগল পিক্সেল ট্যাবলেট, গুগল পিক্সেল ওয়াচ-২ ইত্যাদি বিভিন্ন গুগল পণ্য ও সেবার ঘোষণা আসতে পারে। পণ্য ও সেবার সবই হবে নতুন বা হালনাগাদ করা।

অ্যান্ড্রয়েড-১৪ অপারেটিং সিস্টেম নিয়ে চূড়ান্ত ঘোষণা এ সম্মেলনে আসতে পারে এটি অনেকটা নিশ্চিত বলে মনে করছেন অনেকে। এখন ডেভেলপাররা সর্বশেষ এই অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণ ব্যবহার করছেন। অ্যান্ড্রয়েড-১৪-এ নতুন সেবার ঘোষণা আসতে পারে।

এ সম্মেলনে গুগলের প্রথম ফোল্ডেবল (ভাঁজযোগ্য) ফোন গুগল পিক্সেল ফোল্ডের ঘোষণা আসতে পারে। গত বছরের বার্ষিক ডেভেলপার সম্মেলনে গুগল পিক্সেল ৭ সিরিজের ঘোষণা দেয় গুগল। ধারণা করা হচ্ছে, গত বছরের মতো এবারও গুগল পিক্সেল ৮ সিরিজের ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি।

গত বছরের সম্মেলনে গুগল পিক্সেল ট্যাবলেট নিয়ে ধারণা দেওয়া হলেও বিস্তারিত জানায়নি গুগল। ফলে এ বছরের সম্মেলনে ট্যাবলেটটি উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি।

এ বছরের সম্মেলনে ঘোষণা আসতে পারে গুগল পিক্সেল ওয়াচ-২-এরও। গত বছরের সম্মেলনে গুগল পিক্সেল ওয়াচ উন্মোচন করা হয়। বলা হচ্ছে, চলতি বছরের সম্মেলনে তারই ধারাবাহিকতা বজায় থাকবে। এ ছাড়া গুগল ম্যাপস, জিমেইল ও গুগল সার্চের নতুন সেবা নিয়ে ঘোষণা আসতে পারে। অ্যান্ড্রয়েড টিভি, গুগল টিভির পাশাপাশি ইউটিউবের নতুন সেবা ও সুবিধার ঘোষণাও আসবে বলে ধারণা করা হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি চালুর পর নিজস্ব এআই চ্যাটবট বার্ড নিয়ে কাজ শুরু করে গুগল। এ বছরের সম্মেলনে তাই কৃত্রিম বুদ্ধিমত্তা ও চ্যাটবট নিয়ে অগ্রগতি জানাবে গুগল।এই ওয়েব ঠিকানায় নিবন্ধন করে যে কেউ গুগল ডেভেলপার সম্মেলনের আয়োজনে অনলাইনে অংশ নিতে পারবেন।

১০ মে হবে এ বছরের গুগল ডেভেলপার সম্মেলন। প্রতিবছর আয়োজিত এ সম্মেলনকে সংক্ষেপে ‘আই/ও সম্মেলন’ বলা হয়। প্রতিবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে গুগলের সফটওয়্যার, অ্যান্ড্রয়েডসহ গুগলের বিভিন্ন হালনাগাদ পণ্য নিয়ে ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এবারও এ সম্মেলনটি এক দিনের জন্য অনুষ্ঠিত হবে।

গুগলের এই বার্ষিক ডেভেলপার সম্মেলনে অ্যাপ ও গুগল ইকোসিস্টেমের সর্বশেষ প্রযুক্তি নিয়ে হালনাগাদ তথ্য জানতে পারেন ডেভেলপাররা। এ সম্মেলনটি গুগলের নতুন পণ্য ঘোষণার জন্যও পরিচিত। ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউয়ের শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে নির্বাচিত গণমাধ্যমকর্মী ও ডেভেলপারদের আমন্ত্রণ জানাচ্ছে গুগল। এ ছাড়া সম্মেলনটি অনলাইনের মাধ্যমে সবাই দেখতে পারবেন।

বার্ষিক ডেভেলপার সম্মেলনে উপস্থাপনের কোনো পণ্য বা সেবার আনুষ্ঠানিক ঘোষণা দেয় না গুগল। তবে বিভিন্ন পণ্য বা সেবা নিয়ে সম্মেলনের আগমুহূর্তে শুরু হয় নানা আলোচনা। ধারণা করা হচ্ছে, এবারের সম্মেলনে অ্যান্ড্রয়েড-১৪, পিক্সেল ৭এ, গুগল পিক্সেল ফোল্ড, পিক্সেল ৮ ও ৮ প্রো, গুগল পিক্সেল ট্যাবলেট, গুগল পিক্সেল ওয়াচ-২ ইত্যাদি বিভিন্ন গুগল পণ্য ও সেবার ঘোষণা আসতে পারে। পণ্য ও সেবার সবই হবে নতুন বা হালনাগাদ করা।

অ্যান্ড্রয়েড-১৪ অপারেটিং সিস্টেম নিয়ে চূড়ান্ত ঘোষণা এ সম্মেলনে আসতে পারে এটি অনেকটা নিশ্চিত বলে মনে করছেন অনেকে। এখন ডেভেলপাররা সর্বশেষ এই অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণ ব্যবহার করছেন। অ্যান্ড্রয়েড-১৪-এ নতুন সেবার ঘোষণা আসতে পারে।

এ সম্মেলনে গুগলের প্রথম ফোল্ডেবল (ভাঁজযোগ্য) ফোন গুগল পিক্সেল ফোল্ডের ঘোষণা আসতে পারে। গত বছরের বার্ষিক ডেভেলপার সম্মেলনে গুগল পিক্সেল ৭ সিরিজের ঘোষণা দেয় গুগল। ধারণা করা হচ্ছে, গত বছরের মতো এবারও গুগল পিক্সেল ৮ সিরিজের ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি।

গত বছরের সম্মেলনে গুগল পিক্সেল ট্যাবলেট নিয়ে ধারণা দেওয়া হলেও বিস্তারিত জানায়নি গুগল। ফলে এ বছরের সম্মেলনে ট্যাবলেটটি উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি।

এ বছরের সম্মেলনে ঘোষণা আসতে পারে গুগল পিক্সেল ওয়াচ-২-এরও। গত বছরের সম্মেলনে গুগল পিক্সেল ওয়াচ উন্মোচন করা হয়। বলা হচ্ছে, চলতি বছরের সম্মেলনে তারই ধারাবাহিকতা বজায় থাকবে। এ ছাড়া গুগল ম্যাপস, জিমেইল ও গুগল সার্চের নতুন সেবা নিয়ে ঘোষণা আসতে পারে। অ্যান্ড্রয়েড টিভি, গুগল টিভির পাশাপাশি ইউটিউবের নতুন সেবা ও সুবিধার ঘোষণাও আসবে বলে ধারণা করা হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি চালুর পর নিজস্ব এআই চ্যাটবট বার্ড নিয়ে কাজ শুরু করে গুগল। এ বছরের সম্মেলনে তাই কৃত্রিম বুদ্ধিমত্তা ও চ্যাটবট নিয়ে অগ্রগতি জানাবে গুগল। https://io.google/2023/ এই ওয়েব ঠিকানায় নিবন্ধন করে যে কেউ গুগল ডেভেলপার সম্মেলনের আয়োজনে অনলাইনে অংশ নিতে পারবেন।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.