প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত নানা কাজের প্রয়োজনে স্মার্টফোন বা কম্পিউটারের পর্দার স্ক্রিনশট নিতে হয়। স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটার থেকেও পর্দার স্ক্রিনশট নেওয়া যায়। উইন্ডোজ ১০ ও ১১ অপারেটিং সিস্টেম–চালিত কম্পিউটারে বিভিন্ন উপায়ে স্ক্রিনশট নিতে পারেন ব্যবহারকারীরা। দেখে নেওয়া যাক কীভাবে কম্পিউটারে স্ক্রিনশট নেওয়া যায়।
কি–বোর্ডের প্রিন্ট স্ক্রিন পদ্ধতি
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে পর্দার স্ক্রিনশট নেওয়ার জনপ্রিয় ও বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে কি–বোর্ডের ‘Print Screen’ কি। কম্পিউটার কি–বোর্ডের ওপরের সারিতে থাকা PrtSc বা Print Screen বোতাম চাপার পর মাইক্রোসফট ওয়ার্ডে Ctrl+V চাপলে বা মাউস থেকে ডান ক্লিক করে পেস্ট করে পর্দার স্ক্রিনশট পাওয়া যায়। Alt+PrtSc—এই দুটি বোতাম একসঙ্গে চাপলেও এ পদ্ধতিতে স্ক্রিনশট নেওয়া যায়।
এ ছাড়া উইন্ডোজ কি এবং PrtSc বা Print Screen একসঙ্গে চেপে ধরলেও কম্পিউটার পর্দার স্ক্রিনশট নেওয়া যায়। এই স্ক্রিনশটটি সরাসরি কম্পিউটারের C:/ ড্রাইভে জমা হয়। এটি খুঁজে পেতে কম্পিউটারের পিকচারস ফোল্ডার থেকে স্ক্রিনশটে যেতে হবে। সেখানে এ পদ্ধতিতে নেওয়া স্ক্রিনশট স্বয়ংক্রিয়ভাবেই জমা হয়।







Add comment