Nazihar News Network
News frzom Nazihar It Solution

লুইজিয়ানা কিনে যুক্তরাষ্ট্রের সীমানা বেড়ে দ্বিগুণ

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা একসময় ফ্রান্সের ছিল। ফরাসি শাসক নেপোলিয়ন বোনাপার্ট যুদ্ধের খরচ মেটাতে এই ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেন। সব প্রক্রিয়া শেষ করে ১৮০৩ সালের এ দিনে হস্তান্তর করা হয় লুইজিয়ানা। সেই লুইজিয়ানার আয়তন ছিল ২১ লাখ ৪৪ হাজার ৫২০ বর্গকিলোমিটার। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের আয়তন বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যায়।

বর্তমান যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্যের পুরো অংশ (মিসৌরি, আরকানসাস, আইওয়া, নর্থ ডেকোটা, সাউথ ডেকোটা, নেব্রাস্কা, ওকলাহোমা ও লুইজিয়ানা) এবং অন্তত পাঁচটি অঙ্গরাজ্যের কিছু কিছু অংশ সেই লুইজিয়ানার অংশ ছিল।

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা একসময় ফ্রান্সের ছিল। ফরাসি শাসক নেপোলিয়ন বোনাপার্ট যুদ্ধের খরচ মেটাতে এই ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেন। সব প্রক্রিয়া শেষ করে ১৮০৩ সালের এ দিনে হস্তান্তর করা হয় লুইজিয়ানা। সেই লুইজিয়ানার আয়তন ছিল ২১ লাখ ৪৪ হাজার ৫২০ বর্গকিলোমিটার। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের আয়তন বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যায়।

বর্তমান যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্যের পুরো অংশ (মিসৌরি, আরকানসাস, আইওয়া, নর্থ ডেকোটা, সাউথ ডেকোটা, নেব্রাস্কা, ওকলাহোমা ও লুইজিয়ানা) এবং অন্তত পাঁচটি অঙ্গরাজ্যের কিছু কিছু অংশ সেই লুইজিয়ানার অংশ ছিল।

জাপানে নতুন সংবিধান কার্যকর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি জাপান। যুদ্ধ শেষে ১৯৪৭ সালের এ দিনে দেশটির নতুন সংবিধান কার্যকর হয়। নতুন সংবিধানে জাপানের সম্রাটের ক্ষমতা কমিয়ে আনা হয়। এ ছাড়া জাপান সরকারের কোনো যুদ্ধে জড়ানো নিষিদ্ধ করা হয়।

এখন অবশ্য ধীরে ধীরে সেই অবস্থান থেকে বেরিয়ে আসছে জাপান। গত ডিসেম্বরে দেশটি নতুন জাতীয়-নিরাপত্তা কৌশল উন্মোচন করেছে। তাতে দেখা যায়, আগামী পাঁচ বছরে জাপান প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ করবে, এতে খরচ হবে ৩২ হাজার কোটি ডলার। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাজেটের দেশ হতে যাচ্ছে জাপান। এই কৌশল অনুযায়ী, জাপান যুক্তরাষ্ট্র থেকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র নেবে এবং নিজস্ব হাইপারসনিক অস্ত্রের বিকাশ ঘটাবে।

যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান প্রথমবারের মতো স্পাম ই–মেইল পাঠায়

স্পাম ই-মেইল পাঠানো হয়

আধুনিক বিশ্বে দাপ্তরিক কাজে ই-মেইলের ব্যবহার বহুল প্রচলিত। দিনের অনেক কাজ করা হয় ই-মেইলে। তবে স্পাম ই-মেইলের ভোগান্তিও কম নয়। ১৯৭৮ সালের এ দিনে প্রথমবারের মতো স্পাম ই-মেইল পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান স্পাম ই-মেইল ৪০০ জনকে পাঠিয়েছিল।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার (১৯২৫–২০১৩)

‘লৌহমানবীর’ ক্ষমতাগ্রহণ

মার্গারেট থ্যাচার—যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী। দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীও তিনি। নিজের অবিচল মানসিকতার কারণে ‘লৌহমানবী’ বলে পরিচিত ছিলেন থ্যাচার। নির্বাচনে জিতে ১৯৭৯ সালের এ দিনে যুক্তরাজ্যের সরকারপ্রধানের দায়িত্ব নেন এ রাজনীতিক। পরপর তিন মেয়াদে ক্ষমতায় বসে অনন্য নজির গড়েছিলেন থ্যাচার।

১৯২৫ সালের ১৩ অক্টোবর জন্মগ্রহণকারী থ্যাচার ২০১৩ সালের ৮ এপ্রিল মারা যান।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.