ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক কাজে প্রতিদিনই আমরা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানে ই-মেইল পাঠিয়ে থাকি। অন্যদের পাঠানো ই-মেইলও জমা হয় ইনবক্সে। ই-মেইল আসার সংখ্যা বেশি হলে অনেক সময় প্রয়োজনীয় ই-মেইলগুলো ইনবক্সে খুঁজে পাওয়া যায় না। তবে জিমেইলের লেবেল–সুবিধা কাজ লাগিয়ে চাইলেই প্রয়োজনীয় ই-মেইলগুলো আলাদা ফোল্ডারে সংরক্ষণ করা সম্ভব। তবে এ সুবিধা শুধু কম্পিউটার থেকে ব্যবহার করা যাবে। জিমেইলে ফোল্ডার তৈরি করে ই–মেইল সাজিয়ে রাখার পদ্ধতি দেখে নেওয়া যাক—
জিমেইলে ফোল্ডার তৈরির জন্য প্রথমে কম্পিউটার থেকে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর ইনবক্সের নিচে মোর অপশনে ক্লিক করতে হবে। এবার একেবারে নিচে থাকা ক্রিয়েট নিউ লেবেল অপশনে ক্লিক করলেই একটি বক্স দেখা যাবে। এখানে লেবেলের নাম লিখে নতুন লেবেল তৈরি করতে হবে।
এরপর জিমেইলের ইনবক্স থেকে প্রয়োজনীয় এক বা একাধিক ই–মেইল নির্বাচনের পর ওপরে থাকা লেবেল আইকনে ক্লিক করে কাঙ্ক্ষিত লেবেল ফোল্ডারের নাম নির্বাচন করতে হবে। এরপর ইনবক্স অপশনের একেবারে নিচে থাকা লেবেল ফোল্ডারে প্রবেশ করলেই নির্বাচিত ই-মেইলগুলো দেখা যাবে।







Add comment