তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, চীনের নিরবচ্ছিন্ন কর্তৃত্ববাদী সম্প্রসারণবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য গণতান্ত্রিক দেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে তাইপে।
চীন গতকাল শনিবার তাইওয়ানের চারপাশ ঘিরে তিন দিনের সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে। এমন প্রেক্ষাপটে গতকাল সাইয়ের কাছ থেকে এমন মন্তব্য এল।
বেইজিংয়ের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেছিলেন সাই। এতে ক্ষিপ্ত বেইজিং এখন তাইওয়ান ঘিরে সামরিক মহড়া করছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, চীনের নিরবচ্ছিন্ন কর্তৃত্ববাদী সম্প্রসারণবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য গণতান্ত্রিক দেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে তাইপে।
চীন গতকাল শনিবার তাইওয়ানের চারপাশ ঘিরে তিন দিনের সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে। এমন প্রেক্ষাপটে গতকাল সাইয়ের কাছ থেকে এমন মন্তব্য এল।
সামরিক মহড়ার বিষয়ে বেইজিংয়ের ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় তাইপে সফররত মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন সাই। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল।
বৈঠকে সাই বলেন, সাম্প্রতিক বছরগুলোয় তাঁরা ক্রমাগত কর্তৃত্ববাদী সম্প্রসারণবাদের মুখোমুখি হয়ে আসছেন। বর্তমান প্রেক্ষাপটে গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে সহযোগিতার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁরা স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য সমমনা দেশগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাবেন।
বিদেশি দেশগুলোর কাছে মার্কিন সামরিক অস্ত্রসরঞ্জাম বিক্রির বিষয়টি তদারক করেন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ম্যাককল। তিনি বলেন, তাইওয়ানে দ্রুত অস্ত্র সরবরাহের জন্য কাজ করছে ওয়াশিংটন।
ম্যাককল আরও বলেন, তাইওয়ানের কাছে অস্ত্রশস্ত্র বিক্রির গতি বাড়াতে, তাইপের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র সরবরাহে তাঁরা মার্কিন কংগ্রেসে যা কিছু করতে পারেন, তা করছেন। তাঁরা তাইওয়ানের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেবেন। তবে তা যুদ্ধের জন্য নয়, শান্তির জন্য।
চীনের দাবি, তাইওয়ান তাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে তাইওয়ান নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র মনে করে।







Add comment