গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট চ্যাটজিপিটি উন্মুক্ত করে। প্রযুক্তি দুনিয়ায় হইচই ফেলে দেওয়া চ্যাটজিপিটি সম্পর্কে মানুষের আগ্রহও বাড়তে থাকে। মানুষের এ আগ্রহ বুঝতে পেরে গত ডিসেম্বরে অনলাইনে চ্যাটজিপিটির ব্যবহার শেখানোর জন্য একটি কোর্স চালু করেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ল্যান্স জাঙ্ক। চ্যাটজিপিটির ব্যবহার শিখিয়ে মাত্র তিন মাসেই প্রায় ৩৭ লাখ টাকা (৩৫ হাজার মার্কিন ডলার) আয় করেছেন ২৩ বছরের এই যুবক।
ল্যান্স জাঙ্ক জানিয়েছেন, গত বছরের নভেম্বরে যখন চ্যাটবটটি প্রথমবারের মতো চালু হয়, তখন থেকেই তিনি এটি ব্যবহার করতে শুরু করেন। প্রাথমিকভাবে এই চ্যাটবটের স্বয়ংক্রিয়ভাবে প্রশ্নের উত্তর দেওয়া দেখে তিনি অভিভূত হন। এরপরই তিনি চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির (এআই) ব্যবহার শেখাতে একটি অনলাইন কোর্স চালুর সিদ্ধান্ত নেন। কোর্সের নাম দেন ‘চ্যাটজিপিটি মাস্টারক্লাস: অ্যা কমপ্লিট চ্যাটজিপিটি গাইড ফর বিগিনার্স’। তিন মাসের মধ্যে সারা বিশ্ব থেকে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী এই কোর্সে অংশ নেন। এখন পর্যন্ত চ্যাটজিপিটির ব্যবহার শিখিয়ে তিন মাসে আয় হয়েছে প্রায় ৩৭ লাখ টাকা।
ল্যান্স জাঙ্কের তথ্যমতে, কোর্সে চ্যাটজিপিটি ব্যবহারের কৌশল শেখার পাশাপাশি চ্যাটজিপিটির মাধ্যমে বিভিন্ন কাজ করারও সুযোগ মিলে থাকে। আর তাই বিভিন্ন দেশের ব্যবসায়ী, শিক্ষার্থী ও প্রোগ্রামাররা অনলাইনে এই প্রশিক্ষণ নেন। ফলে ২০ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরাও এ প্রশিক্ষণ নিয়েছেন। কোর্সে অংশ নেওয়া অধিকাংশ শিক্ষার্থীই ছিলেন যুক্তরাষ্ট্রের।







Add comment