Nazihar News Network
News from Nazihar It Solution

টুইটার অ্যাকাউন্ট থেকে পুরোনো নীল টিক মুছে ফেলার কার্যক্রম শুরু

পুরোনো নীল টিকযুক্ত অ্যাকাউন্ট থেকে সেটি মুছে ফেলার কার্যক্রম শুরু করেছে টুইটার। এরই ধারাবাহিকতায় হঠাৎ করেই ‘টুইটার ভেরিফায়েড’ অ্যাকাউন্ট থেকে গণহারে সব নীল টিকযুক্ত অ্যাকাউন্ট আনফলো করেছে খুদে ব্লগ লেখার সাইটটি।

সাধারণত টুইটারের যাচাই করা এবং নীল টিকযুক্ত অ্যাকাউন্ট ফলো বা অনুসরণ করে থাকে টুইটার ভেরিফায়েড। টুইটারে নীল টিক চালুর পর থেকে এমনটিই হয়ে আসছে। কিন্তু হঠাৎ করেই টুইটার ভেরিফায়েডের অনুসরণ করা অ্যাকাউন্টের সংখ্যা শূন্য দেখা যাচ্ছে।

পুরোনো নীল টিকযুক্ত অ্যাকাউন্ট থেকে সেটি মুছে ফেলার কার্যক্রম শুরু করেছে টুইটার। এরই ধারাবাহিকতায় হঠাৎ করেই ‘টুইটার ভেরিফায়েড’ অ্যাকাউন্ট থেকে গণহারে সব নীল টিকযুক্ত অ্যাকাউন্ট আনফলো করেছে খুদে ব্লগ লেখার সাইটটি।

সাধারণত টুইটারের যাচাই করা এবং নীল টিকযুক্ত অ্যাকাউন্ট ফলো বা অনুসরণ করে থাকে টুইটার ভেরিফায়েড। টুইটারে নীল টিক চালুর পর থেকে এমনটিই হয়ে আসছে। কিন্তু হঠাৎ করেই টুইটার ভেরিফায়েডের অনুসরণ করা অ্যাকাউন্টের সংখ্যা শূন্য দেখা যাচ্ছে।

১ এপ্রিল থেকে পুরোনো নীল টিকযুক্ত অ্যাকাউন্ট থেকে তা মুছে ফেলার ঘোষণা দিয়েছিল টুইটার। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো অ্যাকাউন্ট থেকে পুরোনো নীল টিক মুছে ফেলা হয়নি। আর তাই ধারণা করা হচ্ছে, টুইটার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে গণহারে সব নীল টিকযুক্ত অ্যাকাউন্ট আনফলো করার মাধ্যমে পুরোনো নীল টিক মুছে ফেলার কার্যক্রম শুরু করেছে টুইটার কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছর টুইটার কেনার পরপরই অর্থের বিনিময়ে নীল বা ব্লু টিক চালু করেছিলেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এ সুযোগ কাজে লাগিয়ে অর্থের বিনিময়ে অনেকেই নিজেদের অ্যাকাউন্টে নীল টিকযুক্ত করেন। শুধু তা-ই নয়, বেশ কিছু ভুয়া অ্যাকাউন্টেও যুক্ত হয় নীল টিক। সমস্যা সমাধানে গত বছরের ডিসেম্বর থেকে ব্যবহারকারীদের ফোন নম্বর ও পরিচয় যাচাই করে নতুন করে নীল টিক দেওয়ার কার্যক্রম শুরু করে টুইটার। নতুন এ উদ্যোগের আওতায় ফোন নম্বর ও পরিচয় যাচাই করা টুইটার অ্যাকাউন্টগুলোতেই শুধু অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহার করা যাবে।

পুরোনো নীল টিকযুক্ত অ্যাকাউন্ট থেকে সেটি মুছে ফেলার কার্যক্রম শুরু করেছে টুইটার। এরই ধারাবাহিকতায় হঠাৎ করেই ‘টুইটার ভেরিফায়েড’ অ্যাকাউন্ট থেকে গণহারে সব নীল টিকযুক্ত অ্যাকাউন্ট আনফলো করেছে খুদে ব্লগ লেখার সাইটটি।

সাধারণত টুইটারের যাচাই করা এবং নীল টিকযুক্ত অ্যাকাউন্ট ফলো বা অনুসরণ করে থাকে টুইটার ভেরিফায়েড। টুইটারে নীল টিক চালুর পর থেকে এমনটিই হয়ে আসছে। কিন্তু হঠাৎ করেই টুইটার ভেরিফায়েডের অনুসরণ করা অ্যাকাউন্টের সংখ্যা শূন্য দেখা যাচ্ছে।

১ এপ্রিল থেকে পুরোনো নীল টিকযুক্ত অ্যাকাউন্ট থেকে তা মুছে ফেলার ঘোষণা দিয়েছিল টুইটার। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো অ্যাকাউন্ট থেকে পুরোনো নীল টিক মুছে ফেলা হয়নি। আর তাই ধারণা করা হচ্ছে, টুইটার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে গণহারে সব নীল টিকযুক্ত অ্যাকাউন্ট আনফলো করার মাধ্যমে পুরোনো নীল টিক মুছে ফেলার কার্যক্রম শুরু করেছে টুইটার কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছর টুইটার কেনার পরপরই অর্থের বিনিময়ে নীল বা ব্লু টিক চালু করেছিলেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এ সুযোগ কাজে লাগিয়ে অর্থের বিনিময়ে অনেকেই নিজেদের অ্যাকাউন্টে নীল টিকযুক্ত করেন। শুধু তা-ই নয়, বেশ কিছু ভুয়া অ্যাকাউন্টেও যুক্ত হয় নীল টিক। সমস্যা সমাধানে গত বছরের ডিসেম্বর থেকে ব্যবহারকারীদের ফোন নম্বর ও পরিচয় যাচাই করে নতুন করে নীল টিক দেওয়ার কার্যক্রম শুরু করে টুইটার। নতুন এ উদ্যোগের আওতায় ফোন নম্বর ও পরিচয় যাচাই করা টুইটার অ্যাকাউন্টগুলোতেই শুধু অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহার করা যাবে।

কম্পিউটার ব্যবহারকারীরা মাসে আট ডলারের বিনিময়ে নীল টিকের সুবিধা ব্যবহার করতে পারলেও আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে নীল টিক যোগ করতে খরচ হয় ১১ ডলার। ফলে নীল টিক ব্যবহারের জন্য টুইটার ব্যবহারকারীদের মাসে কমপক্ষে ৮ ডলার খরচ করতে হবে। তবে সব দেশে এখনো নীল টিক ব্যবহারের সুযোগ চালু হয়নি।

কম্পিউটার ব্যবহারকারীরা মাসে আট ডলারের বিনিময়ে নীল টিকের সুবিধা ব্যবহার করতে পারলেও আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে নীল টিক যোগ করতে খরচ হয় ১১ ডলার। ফলে নীল টিক ব্যবহারের জন্য টুইটার ব্যবহারকারীদের মাসে কমপক্ষে ৮ ডলার খরচ করতে হবে। তবে সব দেশে এখনো নীল টিক ব্যবহারের সুযোগ চালু হয়নি।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.