ইউটিউবের নীতিমালা পরিবর্তন করা হয়েছে, নতুন নীতিমালা মেনে না চললে ভবিষ্যতে ইউটিউব ব্যবহার করা যাবে না বলে ইউটিউব ব্যবহারকারীদের কাছে ভুয়া মেইল পাঠাচ্ছেন হ্যাকাররা। এই ভুয়া মেইলের মাধ্যমে স্প্যাম ও ফিশিং আক্রমণ চালাচ্ছেন তাঁরা। বিষয়টি জানতে পেরে ব্যবহারকারীদের ভুয়া মেইল থেকে সতর্ক থাকতে অনুরোধ করেছে ইউটিউব কর্তৃপক্ষ।
সম্প্রতি ইউটিউবের বেশ কয়েকজন কনটেন্ট নির্মাতা এ ধরনের মেইল পেয়েছেন। কেভিন ব্রিজ নামের একজন কনটেন্ট নির্মাতা জানিয়েছেন, গত সপ্তাহে ইউটিউব সাপোর্ট টিমের ই-মেইল ঠিকানা থেকে তাঁর কাছে একটি মেইল এসেছে। মেইলটিতে ইউটিউবের নতুন নীতিমালা জানার জন্য গুগল ড্রাইভে থাকা একটি ভিডিওর লিংক রয়েছে। লিংকে ক্লিক না করলে ভবিষ্যতে ইউটিউব ব্যবহার করা যাবে না বলেও জানানো হয়েছে মেইলটিতে।
এ বিষয়ে ইউটিউব জানিয়েছে, নীতিমালায় কোনো পরিবর্তন আনা হয়নি। ভুয়া মেইল পাঠিয়ে স্প্যাম ও ফিশিং আক্রমণ চালাচ্ছেন সাইবার অপরাধীরা। মেইলে থাকা লিংকে ক্লিক করলেই ম্যালওয়্যারযুক্ত ফাইল ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যেতে পারে। ফলে দূরে বসেই স্মার্টফোন বা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারেন সাইবার অপরাধীরা। আর তাই ব্যবহারকারীদের ভুয়া মেইল থেকে সতর্ক থাকতে হবে।
স্প্যাম ও ফিশিং মেইল থেকে নিরাপদ থাকতে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো মেইল খোলার সময় সতর্ক থাকতে বলেছে ইউটিউব। স্প্যাম ও ফিশিং আক্রমণ থেকে নিজেদের নিরাপদ রাখতে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে চলারও অনুরোধ করেছে তারা।







Add comment