Nazihar News Network
News from Nazihar It Solution

বিপ্লবী উল্লাসকর দত্তের শতবর্ষের বাড়িটি এখন প্রত্নতাত্ত্বিক সম্পদ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অবস্থিত ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী উল্লাসকর দত্তের শতবর্ষের বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছে। বাড়িটি সংরক্ষণের জন্য প্রত্নতাত্ত্বিক সম্পদ ঘোষণা করে সম্প্রতি গেজেট প্রকাশ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

এর আগে স্থানীয় সংস্কৃতিকর্মীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাড়িটি রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসন উদ্যোগ নেয়। গত ৯ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার রাষ্ট্রপতির আদেশক্রমে বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক সম্পদ ঘোষণা করে গেজেট প্রকাশ করেন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অবস্থিত ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী উল্লাসকর দত্তের শতবর্ষের বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছে। বাড়িটি সংরক্ষণের জন্য প্রত্নতাত্ত্বিক সম্পদ ঘোষণা করে সম্প্রতি গেজেট প্রকাশ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

এর আগে স্থানীয় সংস্কৃতিকর্মীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাড়িটি রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসন উদ্যোগ নেয়। গত ৯ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার রাষ্ট্রপতির আদেশক্রমে বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক সম্পদ ঘোষণা করে গেজেট প্রকাশ করেন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালীকচ্ছ ইউনিয়নের বিপ্লবী উল্লাসকর দত্তের বসতভিটা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালীকচ্ছ ইউনিয়নের বিপ্লবী উল্লাসকর দত্তের বসতভিটা

গেজেট সূত্রে জানা গেছে, প্রত্নসম্পদ আইনের ১০ ধারা (১) উপধারা প্রদত্ত ক্ষমতাবলে সরকার উল্লাসকর দত্তের বাড়িটিকে সংরক্ষিত প্রত্নসম্পদ বলে ঘোষণা করেছে। আরএস খতিয়ান ২৩১৩–এর ৮৫২৯ দাগে কালীকচ্ছ মৌজার বিপ্লবী উল্লাসকর দত্তের বাড়িটি মোট ৩১ শতকের। এর মধ্যে ১৫ শতক পরিমাণ জায়গার মূল বাড়িটিকে সংরক্ষণের কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে সিএস জরিপে বাড়িটির মালিক উল্লাসকরের বাবা দ্বিজ দাস দত্ত বলে উল্লেখ করা হয়।

জেলা প্রশাসক মো. শাহগীর আলম প্রথম আলোকে বলেন, ‘জায়গাটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার জন্য উদ্যোগ নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে একাধিক চিঠি পাঠানো হয়েছিল। উদ্যোগটি ফলপ্রসূ হয়েছে। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। চিঠির আলোকে জায়গাটি কতটুকু অধিগ্রহণ করা হবে, এর তফসিলও পাঠিয়েছি। আগামী ২০২৩-২৪ অর্থবছরে তারা অর্থ বরাদ্দ করবে বলে আশা করছি।’

জেলা তথ্য বাতায়ন ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, ১৮৮৫ সালের ১৬ এপ্রিল কালীকচ্ছের দত্তপাড়ার বাড়িতে বিপ্লবী উল্লাসকরের জন্ম। ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর অনন্য ভূমিকা ছিল। পরবর্তী সময়ে তিনি শিলচরে যান এবং সেখানেই ১৯৬৫ সালের ১৭ মে মৃত্যুবরণ করেন। সরাইলে উল্লাসকর দত্তের ৩ কক্ষের পুরোনো ওই ভবনের বয়স ১৫০ থেকে ২০০ বছর।

উল্লাসকর দত্তের বাড়িটি সংরক্ষণের জন্য গত বছরের ২৬ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ পরিষদ মানববন্ধন করে। একই দাবিতে গত ১৬, ১৭ ও ২৫ নভেম্বর সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় ও উল্লাসকর দত্তের বাড়ির আঙিনায় মানববন্ধন করে বিভিন্ন সংগঠন।

বাড়িটি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন প্রথম আলোকে বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনে বিপ্লবী উল্লাসকর দত্তের অবদান রয়েছে। সূর্য সেন ও ক্ষুদিরাম বসুর চেয়ের তাঁর অবদান কোনো অংশে কম নয়।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, বাড়িটি সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের পাঠানো চিঠি পাওয়ার পর প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে একটি বিশেষজ্ঞ দল বাড়িটি পরিদর্শন করে। পরিদর্শনের পর তারা উপজেলা প্রশাসনের কাছে জায়গাসংক্রান্ত একটি প্রস্তাব চায়। প্রস্তাব পাঠানো হলে তা আমলে নেয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.