Nazihar News Network
News from Nazihar It Solution

লিটন পাওয়ারপ্লেতে যেখানে সবার ওপরে

মিরপুরে ভারতের বিপক্ষে গত বছর ডিসেম্বরে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৯৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস। তারপর ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে লিটনের ব্যাটে সেভাবে রান দেখা যায়নি।

কিন্তু সেটা যে বাঁধে আটকে থাকা পানির বিপুল স্রোতের মতো, তা বোঝা গেল ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে। ৫৭ ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলে লিটন সেই যে রানের স্রোত বইয়ে দেওয়া শুরু করলেন, কাল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতেও তা দেখেছে বাংলাদেশ।

মিরপুরে ভারতের বিপক্ষে গত বছর ডিসেম্বরে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৯৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস। তারপর ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে লিটনের ব্যাটে সেভাবে রান দেখা যায়নি।

কিন্তু সেটা যে বাঁধে আটকে থাকা পানির বিপুল স্রোতের মতো, তা বোঝা গেল ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে। ৫৭ ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলে লিটন সেই যে রানের স্রোত বইয়ে দেওয়া শুরু করলেন, কাল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতেও তা দেখেছে বাংলাদেশ।

শুধু রান করাই নয়, লিটন কতটা দ্রুতলয়ে রান তুলছেন, সে পরিসংখ্যান জানিয়েছে ক্রিকইনফো। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটটি জানিয়েছে, ছেলেদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অন্তত ৭০০ বল খেলেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে পাওয়ারপ্লেতে লিটনের স্ট্রাইক রেট সর্বোচ্চ।

আয়ারল্যান্ডের বিপক্ষে কাল সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে ৩ ছক্কা ও ১০ চারে ৪১ বলে ৮৩ রানের ইনিংস খেলেন লিটন। বাংলাদেশের জয়ের পথে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দেশের হয়ে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়েন এই ওপেনার। তারপরই পরিসংখ্যানটি প্রকাশ করেছে ক্রিকইনফো।

লিটন পাওয়ারপ্লেতে যেখানে সবার ওপরে
গ্রাফিকস: প্রথম আলো

আন্তর্জাতিক টি–টোয়েন্টির পাওয়ারপ্লেতে ৬৪ ইনিংস ব্যাটিং করেছেন লিটন। এ সময় তাঁর স্ট্রাইক রেট ১৪২.৫৭—যা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ, হিসাবটি করা হয়েছে অন্তত ৭০০ বল খেলেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যেই। লিটনের পরই আছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। পাওয়ারপ্লেতে ৭৮ ইনিংসে ১৪১.৫১ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন লিটন। তৃতীয় আফগানিস্তানের ওপেনার মোহাম্মদ শাহজাদ—৬৩ ইনিংসে ১৪০.৪৭ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন।

পাওয়ারপ্লেতে ছক্কাসংখ্যায় ডি কক এগিয়ে। সেটি সম্ভবত পাওয়ারপ্লেতে বাকি দুজনের চেয়ে বেশি ইনিংস খেলার সুযোগ পাওয়ার জন্য। ৫৮ ছক্কা মেরেছেন ডি কক। ৪০ ছক্কা শাহজাদের ও ৩৮টি ছক্কা মেরেছেন লিটন।

কাল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে ১৮ বলে ফিফটি তুলে মোহাম্মদ আশরাফুলের রেকর্ড ভেঙে ফেলেন লিটন। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অন্তত ৫০০ রান করেছেন, বাংলাদেশের এমন ব্যাটসম্যানদের মধ্যে লিটনের স্ট্রাইক রেটই সর্বোচ্চ— ১৩২.৪৫।

এই সংস্করণে ছক্কা মারার হিসেবে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় হিসেবে কাল ছক্কার ‘ফিফটি’র দেখাও পেয়েছেন লিটন। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে লিটনের ছক্কাসংখ্যা এখন ৫০। সর্বোচ্চ ৬৪ ছক্কা মাহমুদউল্লাহর।

পাওয়ার প্লেতে মারমুখী হয়ে ওঠেন লিটন
পাওয়ার প্লেতে মারমুখী হয়ে ওঠেন লিটন

তবে ক্যারিয়ার–স্ট্রাইক রেট বিবেচনা করলে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এ জায়গায় লিটনের উন্নতির সুযোগ আছে। এই সংস্করণে সেরা ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট আরেকটু বেশি। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অন্তত ১০০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১৭৫.৭৬ স্ট্রাইক রেট ভারতের সূর্যকুমার যাদবের। এ তালিকায় শীর্ষ সাত ব্যাটসম্যানেরই স্ট্রাইক রেট ১৫০–এর বেশি। লিটনের স্ট্রাইক রেট অন্তত এক শ চল্লিশের ঘরে উন্নীত হলে লাভটা কিন্তু বাংলাদেশেরই।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.