Nazihar News Network
News from Nazihar It Solution Limited

আত্মীয়ের বাড়িতে মিমের ইফতার, বললেন সময়টা ভীষণ আনন্দের

সনাতন ধর্মাবলম্বী হয়েও প্রতিবছর রোজায় ইফতার করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। পবিত্র রমজানের প্রথম দিন পরিবারের সবাইকে নিয়ে ইফতার করেছেন। রোজার প্রথম দিন ধানমন্ডিতে এক আত্মীয়র বাড়িতে ইফতারের স্থিরচিত্র নিজের ফেসবুক পেজে শেয়ারও করেছেন। ফেসবুকে শেয়ার হওয়া এসব স্থিরচিত্র মিমের ভক্তদের মনে আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। তাঁদের মতে, মিম এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সবাইকে সম্প্রীতির আহ্বান জানিয়েছেন।

সনাতন ধর্মাবলম্বী হয়েও প্রতিবছর রোজায় ইফতার করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। পবিত্র রমজানের প্রথম দিন পরিবারের সবাইকে নিয়ে ইফতার করেছেন। রোজার প্রথম দিন ধানমন্ডিতে এক আত্মীয়র বাড়িতে ইফতারের স্থিরচিত্র নিজের ফেসবুক পেজে শেয়ারও করেছেন। ফেসবুকে শেয়ার হওয়া এসব স্থিরচিত্র মিমের ভক্তদের মনে আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। তাঁদের মতে, মিম এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সবাইকে সম্প্রীতির আহ্বান জানিয়েছেন।

মিম বলেন, ‘আমার একজন “আত্মীয়”র বাড়িতে ইফতারের দাওয়াত ছিল। যাঁদের বাড়িতে আজ আমাদের সবার দাওয়াত ছিল, বিনোদন অঙ্গনে কাজ শুরুর সময় থেকে তাঁদের সঙ্গে আমার সম্পর্ক। আমি তাঁদের মা–বাবা ডাকি। তাঁরাও আমাকে মেয়ের চোখে দেখেন। এটা আমার আরেকটা পরিবার। ইফতার ও সাহ্‌রিতে তাঁদের বাসায় দাওয়াত থাকে। এবারও প্রথম রোজায় দাওয়াত দিয়েছেন, আমরাও মিস করতে চাইনি। দারুণ সময় কেটেছে আমার।’

মিম বলেন, ‘রোজার সময় ইফতার করাটা আমার বেশ ভালো লাগে। পরিবারের সবার একসঙ্গে বসে ইফতারের এই মুহূর্ত একেবারে অন্য রকম ভালো লাগার
মিম বলেন, ‘রোজার সময় ইফতার করাটা আমার বেশ ভালো লাগে। পরিবারের সবার একসঙ্গে বসে ইফতারের এই মুহূর্ত একেবারে অন্য রকম ভালো লাগার

মিম বলেন, ‘রোজার সময় ইফতার করাটা আমার বেশ ভালো লাগে। পরিবারের সবার একসঙ্গে বসে ইফতারের এই মুহূর্ত একেবারে অন্য রকম ভালো লাগার। তা ছাড়া আমাদের বাসায় কাজে সহযোগিতা করেন যাঁরা, তাদের মধ্যে মুসলিম ধর্মেরও আছে। আমার বাবা সাহ্‌রির সব আয়োজন করে তারপর ঘুমান। মাঝেমধ্যে আমরাও তাঁদের সঙ্গে সাহ্‌রি করি। আমার ভালো লাগে। আমি মনে করি, এ ধরনের ছোট ছোট বিষয় সবাইকে সম্প্রীতির বার্তা দিতে পারে।’

ইফতার করার মুহূর্তে পোস্ট করা স্থিরচিত্রে মা–বাবার সঙ্গে দেখা গেছে মিমকে। ছিলেন স্বামী সনি পোদ্দারসহ পরিবারের কয়েকজন সদস্যও।

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

ছবিতে দেখা যায়, তিনি সপরিবার অংশ নিলেন আয়োজনে। ঘরোয়া পরিবেশে পরিবারের অন্যদের সঙ্গে খাবারের টেবিলে ইফতার নিয়ে বসে আছেন মিম।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.