Nazihar News Network
News from Nazihar It Solution Limited

পবিত্র রমজানে পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কী আয়োজন

পবিত্র রমজান মাস উপলক্ষে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ইফতার ও সাহ্‌রিতে বিশেষ আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে ‘ইফতারি টেক অ্যাওয়ে বক্স’ নামের বিশেষ পরিষেবা, যাতে কেউ চাইলে ইফতারি কিনে বাসায় নিয়ে যেতে পারবেন। হোটেলের এলিমেন্টস রেস্তোরাঁয় উপভোগ করা যাবে মিডল ইস্টার্ন ও মেডিটেরেনিয়ান স্টাইলের বুফে।

বুফের আরও কয়েকটি ধরন আছে, যেখানে প্রতিদিন ইফতার কাম ডিনার বুফে খাওয়া যাবে জনপ্রতি আট হাজার টাকায়। প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত একটা থেকে ফজর পর্যন্ত সাহ্‌রিতে বুফে উপভোগ করা যাবে জনপ্রতি ৫ হাজার ৫০০ টাকায়। নির্ধারিত বেশ কয়েকটি ব্যাংকের কার্ডে ‘একটি কিনলে একটি ফ্রি’ সুবিধাও আছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ইফতার ও সাহ্‌রিতে বিশেষ আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে ‘ইফতারি টেক অ্যাওয়ে বক্স’ নামের বিশেষ পরিষেবা, যাতে কেউ চাইলে ইফতারি কিনে বাসায় নিয়ে যেতে পারবেন। হোটেলের এলিমেন্টস রেস্তোরাঁয় উপভোগ করা যাবে মিডল ইস্টার্ন ও মেডিটেরেনিয়ান স্টাইলের বুফে।

বুফের আরও কয়েকটি ধরন আছে, যেখানে প্রতিদিন ইফতার কাম ডিনার বুফে খাওয়া যাবে জনপ্রতি আট হাজার টাকায়। প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত একটা থেকে ফজর পর্যন্ত সাহ্‌রিতে বুফে উপভোগ করা যাবে জনপ্রতি ৫ হাজার ৫০০ টাকায়। নির্ধারিত বেশ কয়েকটি ব্যাংকের কার্ডে ‘একটি কিনলে একটি ফ্রি’ সুবিধাও আছে।

ইফতারিতে নানা রকম অ্যারাবিয়ান মিষ্টান্ন মিলবে
ইফতারিতে নানা রকম অ্যারাবিয়ান মিষ্টান্ন মিলবে

হোটেলের অ্যাকুয়া ডেক রেস্তোরাঁয় সুইমিংপুলের স্নিগ্ধ আবহে বসে ইফতার ও ডিনার করা যাবে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার। জনপ্রতি সাত হাজার টাকায় প্যাকেজটি খেতে পারবেন। ‘ক্যাফে সোশ্যাল’ রেস্তোরাঁয় থাকছে তিন ধরনের ফ্যামিলি ইফতার ‘টেক অ্যাওয়ে বক্স’-এর ব্যবস্থা। এ তিন ধরনের বক্সের মধ্যে দুজনের ক্রিস্টাল বক্সের দাম পড়বে ৫ হাজার টাকা, চারজনের পার্ল বক্স ৯ হাজার টাকা এবং ছয়জনের রুবি বক্স সাড়ে ১২ হাজার টাকা। নির্দিষ্ট চার্জের বিনিময়ে টেক অ্যাওয়ে বক্স হোম ডেলিভারিও দেবে ইন্টারকনটিনেন্টাল হোটেল।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার যেকোনো ব্যানকুয়েট ভেন্যুতে করপোরেট কিংবা সোশ্যাল ইফতার ও সাহ্‌রির ব্যবস্থাও রয়েছে। তবে সে ক্ষেত্রে আগে থেকে বুকিং আবশ্যক। রেস্তোরাঁর টেবিল বা হলরুম বুক করতে ফোন করুন +৮৮০২ ৫৫৬৬৩০৩০ নম্বরে।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.