Nazihar News Network
News from Nazihar It Solution Limited

ঢাবিতে এমফিলে ভর্তির আবেদন শুরু ২ এপ্রিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তির আবেদন ২ এপ্রিল শুরু হচ্ছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে ১১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। সেই সঙ্গে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে আগামী ১৫ মে তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তির আবেদন ২ এপ্রিল শুরু হচ্ছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে ১১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। সেই সঙ্গে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে আগামী ১৫ মে তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://du.ac.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন আগ্রহীরা। ভর্তি ফরমের ফি বাবদ ৫০০ টাকা আগামী ১১ মের মধ্যে জনতা ব্যাংকের টিএসসি শাখায় জমা দিতে হবে। আবেদনপত্র পূরণ করে আগামী ১৫ মের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীর ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ও ১ বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৩ বছর মেয়াদি স্নাতক সম্মান ও ১ বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২ বছর মেয়াদি স্নাতক ও দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি এবং স্নাতক পর্যায়ে ১ বছরের শিক্ষকতা গবেষণা প্রতিষ্ঠানে ১ বছরের চাকরি অথবা স্বীকৃত মানের জার্নালে ১টি গবেষণামূলক প্রবন্ধ থাকতে হবে। ৫ বছর মেয়াদি এমবিবিএস ডিগ্রিধারী প্রার্থীরা তাদের ডিগ্রির সঙ্গে সম্বন্ধযুক্ত বিভাগে আবেদন করতে পারবেন। প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ বা শ্রেণিসহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সিজিপিএ নিয়মে মাধ্যমিক বা সমমান থেকে স্নাতক-স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় সিজিপিএ ৫-এর মধ্যে ৩ দশমিক ৫ অথবা সিজিপিএ 8 এর মধ্যে ৩ থাকতে হবে।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.