Nazihar News Network
News from Nazihar It Solution Limited

রূপায়ন সিটি এবং সীমান্ত ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ন সিটি ও সীমান্ত ব্যাংক লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  

২১ মার্চ সীমান্ত ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে রূপায়ন সিটির গ্রাহকরা আবাসিক ও বাণিজ্যিক স্পেস ক্রয়ে সহজ শর্তে এবং দ্রুত সময়ের মধ্যে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও প্রসেসিং ফি-এর মাধ্যমে সীমান্ত ব্যাংক থেকে গৃহঋণ সুবিধা পাবেন।

দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ন সিটি ও সীমান্ত ব্যাংক লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  

২১ মার্চ সীমান্ত ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে রূপায়ন সিটির গ্রাহকরা আবাসিক ও বাণিজ্যিক স্পেস ক্রয়ে সহজ শর্তে এবং দ্রুত সময়ের মধ্যে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও প্রসেসিং ফি-এর মাধ্যমে সীমান্ত ব্যাংক থেকে গৃহঋণ সুবিধা পাবেন। 

সীমান্ত ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের উপস্থিতিতে রূপায়ন সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং সীমান্ত ব্যাংক লিমিটেডের হেড অব অপারেশন্স এন্ড সিআরও মোহাম্মদ আজিজুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

রূপায়ন সিটি উত্তরার পক্ষে জিএম, কাস্টমার সার্ভিস ডিভিশন জায়দুর রশীদ, জিএম ও হেড অফ ফাইন্যান্স মো. মোর্শেদ আলম এবং সহকারী ব্যবস্থাপক লোন ও রেজিস্ট্রেশন মো. ফিরোজ কবির এবং সীমান্ত ব্যাংক লিমিটেড-এর পক্ষে হেড অব কার্ডস অ্যান্ড এডিসি আরমান হোসেন, ইনচার্জ, রিটেইল  এসেটস এন্ড লায়াবিলিটি মো. মাসুদ সাজ্জাদ উপস্থিত ছিলেন। 

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.