Nazihar News Network
News from Nazihar It Solution Limited

নানা দুর্ঘটনা রোধের উপায় বের করেছে খুদে বিজ্ঞানীরা

সড়ক দুর্ঘটনা, সিলিন্ডার বিস্ফোরণসহ নানা ধরনের দুর্ঘটনা নিয়ে মানুষ এখন আতঙ্কে। এসব দুর্ঘটনা রোধের নানা উপায় বের করেছে খুদে বিজ্ঞানীরা। এই উপায়গুলো নিজ চোখে দেখতে চাইলে পাঠকেরা যেতে পারেন বিজ্ঞান উৎসবে।

রাজধানীর শিশু একাডেমিতে চলছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের জাতীয় পর্ব। আজ সোমবার সকাল আটটায় এই উৎসব শুরু হয়েছে। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বিকেল সাড়ে চারটায় উৎসব শেষ হবে।

সড়ক দুর্ঘটনা, সিলিন্ডার বিস্ফোরণসহ নানা ধরনের দুর্ঘটনা নিয়ে মানুষ এখন আতঙ্কে। এসব দুর্ঘটনা রোধের নানা উপায় বের করেছে খুদে বিজ্ঞানীরা। এই উপায়গুলো নিজ চোখে দেখতে চাইলে পাঠকেরা যেতে পারেন বিজ্ঞান উৎসবে।

রাজধানীর শিশু একাডেমিতে চলছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের জাতীয় পর্ব। আজ সোমবার সকাল আটটায় এই উৎসব শুরু হয়েছে। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বিকেল সাড়ে চারটায় উৎসব শেষ হবে।

দিনব্যাপী এই উৎসবে শিক্ষার্থীদের উদ্ভাবনী সব প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে। সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী শ্রাবণ তালুকদার ও শুভ তালুকদার। তারা বানিয়েছে ‘স্মার্ট কিচেন গেজেট’। তাদের ভাষ্য, যদি বাসায় গ্যাস লিক হয়ে বের হতে থাকে, তবে এই গেজেট সংকেত দিতে থাকবে। পাশাপাশি মুঠোফোনে একটি কলও চলে যাবে। এ ছাড়া স্বয়ংক্রিয় ফ্যান চালু হয়ে গ্যাস বের করে দিতে সাহায্য করবে।

রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে আসা নূর আহমেদ ও আবদুল হাদী মারুফ ‘স্মার্ট সিটি ম্যানেজমেন্ট সিস্টেম’ তৈরি করেছে। তাদের এই ব্যবস্থায় কোথাও গ্যাস লিকেজ হলে পার্শ্ববর্তী ফায়ার স্টেশনে এসএমএস বা কল চলে যাবে। তারা নিরাপদ ড্রাইভিংয়ের উপায়ও বানিয়েছে। এ ক্ষেত্রে চালকের গাড়ি চালানোর বিষয়টি সার্বক্ষণিক মনিটর করা যাবে। চালক যদি অতিরিক্ত গতি বা বিপজ্জনকভাবে গাড়ি চালান, তবে সংকেত চলে যাবে সংশ্লিষ্টদের কাছে।

পরিবেশের জন্য প্লাস্টিক একটি বড় সমস্যা। এই সমস্যার সমাধানে শহীদ পুলিশ স্মৃতি কলেজের সিরাজাম মুনিরা, সানজিদা মাসুম ও সুমাইয়া আফরিন ‘পরিবেশবান্ধব প্লাস্টিক’ তৈরি করেছে। তাদের ভাষ্য, মাশরুমের নিচে থাকা মাইসেলিয়াম দিয়ে প্লাস্টিক তৈরি করে তা ব্যবহার উপযোগী করা সম্ভব। পাশাপাশি তা সার হিসেবেও ব্যবহার করা যায়।

সারা দেশের তিন শতাধিক শিক্ষার্থী এই বিজ্ঞান উৎসবে অংশ নিচ্ছে। প্রজেক্ট প্রদর্শনীর পাশাপাশি শিক্ষার্থীরা বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। পরে হয় পাপেট শো।

দিনব্যাপী এই উৎসবে আরও থাকছে রোবট প্রদর্শনী, বিজ্ঞান ম্যাজিক, প্রশ্নোত্তর পর্ব, তারকাকথন, সাংস্কৃতিক পর্বসহ অনেক আয়োজন।

উৎসবটি সবার জন্য উন্মুক্ত। আগ্রহী যে কেউ উৎসবে যোগ দেওয়ার পাশাপাশি অংশ নিতে পারবে বিশেষ কুইজ, রুবিকস কিউব প্রতিযোগিতা ও সুডোকু প্রতিযোগিতায়। এ পর্বের বিজয়ীদের জন্যও রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার।

দেশের সর্ববৃহৎ মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও সর্বাধিক পঠিত বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা এই আয়োজন করেছে।

বিজ্ঞান উৎসবের যেকোনো খবর জানতে চোখ রাখুন bigganchinta.com-এ, বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ও বিজ্ঞানচিন্তার ফেসবুক পেজ ও গ্রুপে এবং প্রথম আলো ও বিজ্ঞানচিন্তার প্রিন্ট সংস্করণে।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.