Nazihar News Network
News from Nazihar It Solution Limited

বার্সায় ফেরার কথা ‘গুরুত্ব’ দিয়ে ভাবছেন মেসি

আর মাত্র তিন মাস! এর মধ্যে চুক্তি নবায়ন না হলে ফ্রি এজেন্ট (মুক্ত খেলোয়াড়) হয়ে যাবেন লিওনেল মেসি। শুরুতে পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটিকেও এখন মনে হচ্ছে দূরের বাতিঘর। দিন যতই গড়াচ্ছে ততই কমছে সম্ভাবনা এবং বাড়ছে গুঞ্জন। কখনো সৌদি আরবের আল–হিলাল, কখনো এমএলএসের ক্লাব ইন্টার মায়ামি, কখনো আবার বার্সেলোনা কিংবা নিউয়েলস ওল্ড বয়েজকে জড়িয়ে সামনে আসছে মেসির নাম।

আর মাত্র তিন মাস! এর মধ্যে চুক্তি নবায়ন না হলে ফ্রি এজেন্ট (মুক্ত খেলোয়াড়) হয়ে যাবেন লিওনেল মেসি। শুরুতে পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটিকেও এখন মনে হচ্ছে দূরের বাতিঘর। দিন যতই গড়াচ্ছে ততই কমছে সম্ভাবনা এবং বাড়ছে গুঞ্জন। কখনো সৌদি আরবের আল–হিলাল, কখনো এমএলএসের ক্লাব ইন্টার মায়ামি, কখনো আবার বার্সেলোনা কিংবা নিউয়েলস ওল্ড বয়েজকে জড়িয়ে সামনে আসছে মেসির নাম।

গুজবের ডালপালা এতটাই ছড়িয়েছে যে মেসির বাবা হোর্হে মেসিকে বিরক্ত হয়ে ইনস্টাগ্রামে পোস্টও দিতে হয়েছে। মেসি সম্পর্কিত অন্তত তিনটা খবরকে মিথ্যা বলে মন্তব্য করেছেন হোর্হে মেসি। তবে মেসির বার্সেলোনা ফেরা নিয়ে যে গুঞ্জন, সেই প্রসঙ্গে নিজের পোস্টে কিছুই বলেননি তাঁর বাবা। তাহলে কি আবারও আর্জেন্টাইন জাদুকর ফিরছেন ক্যাম্প ন্যুতে? ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতর খবর তেমন কিছুই বলছে। তারা জানিয়েছে, মেসি এখন বার্সেলোনায় ফেরার বিষয়টিকে গুরুত্ব দিয়েই ভাবছেন।

২০২১ সালে বেশ নাটকীয় এক দলবদলে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লেখান মেসি
২০২১ সালে বেশ নাটকীয় এক দলবদলে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লেখান মেসি

এর আগে ২০২১ সালে বেশ নাটকীয় এক দলবদলে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লেখান মেসি। চোখের জলে বিদায় নেওয়ার সময় মেসি বলেছিলেন, ‘আমি আবার ফিরে আসব।’ প্রশ্ন হচ্ছে, মেসির ফিরে আসার সময়টা কি তবে হয়ে এল? সাম্প্রতিক নানা হিসাব–নিকাশ বিবেচনায় নিলে ফুট মারকাতর খবরটাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। পিএসজিতে ভুলে যাওয়ার মতো প্রথম মৌসুমের পর দ্বিতীয় মৌসুমে দারুণভাবে ফিরে আসেন মেসি।

মেসির ছন্দে ফেরা পিএসজির চ্যাম্পিয়নস লিগ সাফল্যের জন্য যথেষ্ট হয়নি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগে হেরে বিদায় নিয়েছে পিএসজি। ক্লাবটির সাবেকদের কেউ কেউ মেসিকে সমালোচনার তিরে বিদ্ধও করেছেন। পিএসজির সাবেক উইঙ্গার জেরম রোথেন বলেছেন, আর্জেন্টিনার হয়ে মেসি নিজেকে যতটা উজাড় করে দেন, পিএসজিতে তা করেন না। মেসিকে কেনা ভুল হয়েছে বলেও মন্তব্য করেন সাবেক এই ফরাসি ফুটবলার।

শুধু রোথেনই নয়, অনেক ফুটবল বিশ্লেষক পিএসজিতে মেসির শেষও দেখে ফেলেছেন। পাশাপাশি গালতিয়েরের সঙ্গে তাঁর বিরোধও নতুন করে সামনে এসেছে। আর এসব আলোচনার মাঝেই এখন নতুন করে সামনে এসেছে মেসির বার্সাতে ফেরার প্রসঙ্গ। এর আগে মেসির বাবা ও ভাই অবশ্য তাঁর বার্সায় ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। তবে ইউরোপিয়ান ফুটবলের দলবদলে শেষ কথা বলে কিছু নেই।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.