সম্প্রতি গুগল জিমেইল, ডকস, শিটস ও স্লাইডসের মতো কর্মক্ষেত্রে কাজে লাগে এমন পণ্যগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যোগ করার ঘোষণা দিয়েছে। এবার নিজেদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ করার ঘোষণা দিল মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এ পরিকল্পনার আওতায় কর্মক্ষেত্রে ব্যবহৃত ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক এবং টিমসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যোগ করা হবে। ফলে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় স্বচ্ছন্দে সেবাগুলো ব্যবহার করতে পারবেন।
মাইক্রোসফট জানিয়েছে, ওপেন এআইয়ের চ্যাটজিপিটি ৪ প্রযুক্তিতে চলা কোপাইলট মূলত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারীর মতো কাজ করবে। এটি কাজে লাগিয়ে মাইক্রোসফট ৩৬৫ ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে যেকোনো তথ্য লিখতে পারবেন। পাশাপাশি চাইলেই নিজেদের প্রয়োজনমতো ক্যালেন্ডার, ই–মেইল, চ্যাট, ডকুমেন্টস, মিটিং এবং কন্ট্যাক্টসের বিভিন্ন তথ্য ব্যবহার করা যাবে। ফলে বর্তমানের তুলনায় দ্রুত কর্মক্ষেত্রের বিভিন্ন কাজ করা সম্ভব হবে।
কোপাইলট নামের এ সুবিধা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরির পাশাপাশি এক্সেলে বিভিন্ন টেবিলও তৈরি করা যাবে। শুধু তা–ই নয়, আউটলুকে আসা ই-মেইলের উত্তর লেখার পাশাপাশি মিটিংয়ের আলোচনার বিষয়বস্তুর সারাংশ তৈরি করা যাবে। ব্যবহারকারীরা চাইলে কোপাইলট সুবিধা বন্ধ বা চালু রেখে কাজ করতে পারবেন।
সূত্র: জেডডিনেট







Add comment