Nazihar News Network
News from Nazihar It Solution Limited

সীতা রমম’-এর সাফল্য যেভাবে ‘ঠিকানা’ বদলে দিল এই অভিনেত্রীর

জন্ম মহারাষ্ট্রে, কয়েক বছর ধরে তিনি হয়ে উঠেছেন হিন্দি সিনেমার পরিচিত মুখ। তবে গত বছর এক সিনেমা দিয়েই ‘দক্ষিণ ভারতের মেয়ে’ হয়ে গেছেন ম্রুণাল ঠাকুর। তেলেগু ছবি ‘সীতা রমম’-এর ব্যাপক সাফল্যই বদলে দিয়েছে ম্রুণাল ঠাকুরের ক্যারিয়ার গ্রাফ। সেটা এতটাই যে একের পর এক দক্ষিণি ছবির প্রস্তাব পাচ্ছেন তিনি। দক্ষিণে জায়গা পাকাপোক্ত করতে এবার হায়দরাবাদে বাড়ি কিনেছেন অভিনেত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার

জন্ম মহারাষ্ট্রে, কয়েক বছর ধরে তিনি হয়ে উঠেছেন হিন্দি সিনেমার পরিচিত মুখ। তবে গত বছর এক সিনেমা দিয়েই ‘দক্ষিণ ভারতের মেয়ে’ হয়ে গেছেন ম্রুণাল ঠাকুর। তেলেগু ছবি ‘সীতা রমম’-এর ব্যাপক সাফল্যই বদলে দিয়েছে ম্রুণাল ঠাকুরের ক্যারিয়ার গ্রাফ। সেটা এতটাই যে একের পর এক দক্ষিণি ছবির প্রস্তাব পাচ্ছেন তিনি। দক্ষিণে জায়গা পাকাপোক্ত করতে এবার হায়দরাবাদে বাড়ি কিনেছেন অভিনেত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার

আগে ‘লাভ সোনিয়া’, ‘সুপার থার্টি’, ‘জার্সি’ ইত্যাদি সিনেমা করলেও ২০২২ সালে মুক্তি পাওয়া ‘সীতা রমম’ ম্রুণাল ঠাকুরের ক্যারিয়ার চাঙা করেছে।

ম্রুণাল ঠাকুর
ম্রুণাল ঠাকুর

জনপ্রিয় দক্ষিণি অভিনেত্রী নানির নাম ঠিক না হওয়া পরের ছবিতেও দেখা যাবে তাঁকে। কথা চলছে তামিল, তেলেগু আরও কয়েকটি ছবির।

এর মধ্যেই নতুন খবর, হায়দরাবাদে বাড়ি কিনেছেন ম্রুণাল। অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খবরটি জানা না গেলেও সংশ্লিষ্ট একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে খবরটি নিশ্চিত করেছে। তবে অবশ্যই হিন্দি সিনেমার কাজ ছাড়ছেন না ম্রুণাল।

কিন্তু দক্ষিণি সিনেমার কাজে সুবিধার জন্যই নতুন বাড়িটি কিনেছেন তিনি।
চলতি বছর একগুচ্ছ ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। এর মধ্যে আছে ‘গুমরাহ’, ‘পূজা মেরি জান’, ‘পিপ্পা’ ইত্যাদি।

এ ছাড়া গত ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘সেলফি’ সিনেমার গানে আবেদনময়ী উপস্থিতিতে সাড়া জাগিয়েছিলেন ম্রুণাল।

‘সেলফি’র একটি গানে ম্রুণালের সঙ্গে অক্ষয় কুমার
‘সেলফি’র একটি গানে ম্রুণালের সঙ্গে অক্ষয় কুমার

গানটিতে তাঁর সহশিল্পী ছিলেন অক্ষয় কুমার। তখন ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভবিষ্যতে বিভিন্ন ছবিতে নানা ধরনের চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ নিতে চান তিনি।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.