Nazihar News Network
News from Nazihar It Solution Limited

অবশেষে বিয়ে করছেন সজল

হাসিমুখে সজল বললেন, ‘কবে বিয়ে করছি, সেই প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত ছিলাম। সহকর্মীরা সবার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। সবাই জানতে চাইতেন। কিন্তু বিয়ে তো হুটহাট সম্ভব নয়। বললেই হয় না। সবকিছুর জন্য পারিবারিকভাবে প্রস্তুতির দরকার হয়। মা-বাবা চান আমি বিয়ে করি। এখন তাঁদের ওপরই সব ছেড়ে দিয়েছি। আর আমার বাবা মাঝে কিছুটা অসুস্থ ছিলেন। এখন অনেকটা সুস্থ। সবকিছু মিলিয়ে পরিবারের লোকজনই বিয়ের সব ব্যবস্থা করছেন। হয়তো শিগগির বিয়ে হয়ে যাবে।’ কবে বিয়ে করছেন জানতে চাইলে সজল বলেন, ‘কবে বিয়ে করছি, দিনক্ষণ নির্ধারিত হয়নি। এখনই বলতে পারছি না। তবে এটা নিশ্চিত, ইনশা আল্লাহ এই বছরেই বিয়ে করব।’

অভিনেতা আবদুন নুর সজল
অভিনেতা আবদুন নুর সজল

হাসিমুখে সজল বললেন, ‘কবে বিয়ে করছি, সেই প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত ছিলাম। সহকর্মীরা সবার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। সবাই জানতে চাইতেন। কিন্তু বিয়ে তো হুটহাট সম্ভব নয়। বললেই হয় না। সবকিছুর জন্য পারিবারিকভাবে প্রস্তুতির দরকার হয়। মা-বাবা চান আমি বিয়ে করি। এখন তাঁদের ওপরই সব ছেড়ে দিয়েছি। আর আমার বাবা মাঝে কিছুটা অসুস্থ ছিলেন। এখন অনেকটা সুস্থ। সবকিছু মিলিয়ে পরিবারের লোকজনই বিয়ের সব ব্যবস্থা করছেন। হয়তো শিগগির বিয়ে হয়ে যাবে।’ কবে বিয়ে করছেন জানতে চাইলে সজল বলেন, ‘কবে বিয়ে করছি, দিনক্ষণ নির্ধারিত হয়নি। এখনই বলতে পারছি না। তবে এটা নিশ্চিত, ইনশা আল্লাহ এই বছরেই বিয়ে করব।’

বাবা মায়ের সঙ্গে অভিনেতা আবদুন নুর সজল
বাবা মায়ের সঙ্গে অভিনেতা আবদুন নুর সজল 

এর আগেও সজল বিয়ের কথা জানিয়েছিলেন। তখনো করোনা থাকায় বিয়ে নিয়ে এগোননি। তখন জানতে চেয়েছিলাম, বিয়ের জন্য পাত্রী পছন্দ আছে কি না? এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘কিছু জিনিস ব্যক্তিগত থাকা ভালো। আমি প্রফেশনাল মিডিয়ায় কাজ করি। এখন যাঁর সঙ্গে গাঁটছড়া বাঁধা হবে, তিনি এই মিডিয়া জগতের না-ও হতে পারেন। তিনি যদি মিডিয়ার না হন, তাহলে তাঁর মতোই তাঁকে থাকতে দেওয়া উচিত। কাকে বিয়ে করছি, এখনই সেটা বলতে চাই না।’

জ্বীন ছবির দৃশ্যে পূজা চেরি ও সজল
জ্বীন ছবির দৃশ্যে পূজা চেরি ও সজল

এদিকে সজল এখন ঈদের কাজগুলো নিয়েই টানা ব্যস্ত। এর মধ্যে জানালেন আরেকটি খুশির সংবাদ। ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তাঁর ‘জ্বীন’ সিনেমাটি। সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন পূজা চেরির সঙ্গে। সাইকো থ্রিলার ও হরর ধারার এই গল্পে সজলকে দেখা যাবে ফ্যাশন ফটোগ্রাফার চরিত্রে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নাদের চৌধুরী পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী, হিরা প্রমুখ।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.