Nazihar News Network
News from Nazihar It Solution Limited

যে কারণে দক্ষিণি সিনেমায় নিষিদ্ধ হলেন জনপ্রিয় এই অভিনেত্রী

ক্যারিয়ারের শুরুর দিকে দক্ষিণি সিনেমায় বেশি অভিনয় করলেও হিন্দি ছবির দর্শকের কাছেও পরিচিত নাম ইলিয়ানা ডি’ক্রুজ। অনুরাগ বসুর ‘বরফি’ সিনেমায় বাঙালি নারীর চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর তাঁকে দেখা যায় ‘রেইড’, ‘বাদশাহো’সহ বেশ কয়েকটি সিনেমায়। তবে তামিল সিনেমায় নিষিদ্ধ করা হয়েছে সুপরিচিত এই অভিনেত্রীকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ক্যারিয়ারের শুরুর দিকে দক্ষিণি সিনেমায় বেশি অভিনয় করলেও হিন্দি ছবির দর্শকের কাছেও পরিচিত নাম ইলিয়ানা ডি’ক্রুজ। অনুরাগ বসুর ‘বরফি’ সিনেমায় বাঙালি নারীর চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর তাঁকে দেখা যায় ‘রেইড’, ‘বাদশাহো’সহ বেশ কয়েকটি সিনেমায়। তবে তামিল সিনেমায় নিষিদ্ধ করা হয়েছে সুপরিচিত এই অভিনেত্রীকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইলিয়ানা ডি ক্রুজ
ইলিয়ানা ডি ক্রুজ

২০০৬ সালে ‘দেবদতাসু’ দিয়ে তেলেগু সিনেমায় অভিষেক। এরপর থেকে তেলেগু সিনেমাতেই বেশি দেখা গেছে ইলিয়ানাকে। মাঝে করেছেন তামিল ও কন্নড় ছবিও।

আরও পড়ুনআমাকে দিয়ে ভালোই কমেডি হবে- ইলিয়ানা

২০১২ সালে সর্বশেষ তামিল সিনেমা করেন অভিনেত্রী, ‘নানবান’ নামে সে সিনেমাটি প্রশংসিত হয়েছিল। তবে সম্প্রতি নতুন একটি তামিল সিনেমায় অভিনয় করার কথা ছিল ইলিয়ানার। অভিযোগ উঠেছে, সেই সিনেমায় পারিশ্রমিক নিয়েও অভিনয় করেননি তিনি। এ জন্য ছবিটির পরিচালক ইলিয়ানার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সে অভিযোগ আমলে নিয়েই তামিল সিনেমায় নিষিদ্ধ করা হয়েছে ইলিয়ানাকে।

ইলিয়ানা ডি ক্রুজ
ইলিয়ানা ডি ক্রুজ

তামিল সিনেমায় ইলিয়ানাকে নিষিদ্ধ করা নিয়ে অনেক ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও অভিনেত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইলিয়ানাকে সর্বশেষ দেখা যায় হিন্দি সিনেমা ‘দ্য বিগ বুল’-এ। অভিষেক বচ্চনের সঙ্গে সেই সিনেমাটি মুক্তি পায় দুই বছর আগে।

আরও পড়ুনইলিয়ানার সম্পর্কটা ভেঙেই গেল

চলতি বছর দুই সিনেমায় দেখা যাবে ইলিয়ানাকে। যার একটি ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’র শুটিং শেষ। নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমার শুটিং চলছে এখন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকলেও গণমাধ্যমের সঙ্গে খুব একটা কথা বলেন না ইলিয়ানা। বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সিনেমার মাধ্যমেই ভক্ত-দর্শকের সঙ্গে যোগাযোগ রাখতে চান। সাক্ষাৎকার দিতে গেলেও ব্যক্তিগত নানা প্রসঙ্গ উঠে আসে, যা তাঁর একেবারেই পছন্দ নয়।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.