Nazihar News Network
News from Nazihar It Solution Limited

রাস্তায় পড়ে ছিল সাদা বাঘের শাবকটি

গ্রিসের একটি রাস্তার ধার থেকে পরিত্যক্ত সাদা বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। এ সপ্তাহের শুরুতে ওই শাবকটি পাওয়া গিয়েছিল। দেশটির শীর্ষস্থানীয় একটি প্রাণী–পার্ক কর্তৃপক্ষ গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে।

গ্রিসের রাজধানী এথেন্সের বাইরে আততিকা জুওলজিক্যাল পার্কের অবস্থান। পার্ক কর্তৃপক্ষ বলছে, চার মাস বয়সী বাঘের নারী শাবকটিকে একটি ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়েছিল। শাবকটির কোমর থেকে নিচ পর্যন্ত পক্ষাঘাতগ্রস্ত ছিল।

পার্কের প্রতিষ্ঠাতা জেন জ্যাকুয়েস লেসুয়ার প্রোতো থেমা পত্রিকাকে বলেছেন, কেউ জানে না, বাঘের শাবকটি কোথা থেকে এসেছে। কীভাবে এটি সেখানে আটকে গেছে। সম্ভবত গত সোমবার শাবকটিকে পরিত্যক্ত অবস্থায় কেউ ফেলে যায়। পরিস্থিতি খুবই ভয়ংকর বলেছেন তিনি।

গ্রিসের একটি রাস্তার ধার থেকে পরিত্যক্ত সাদা বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। এ সপ্তাহের শুরুতে ওই শাবকটি পাওয়া গিয়েছিল। দেশটির শীর্ষস্থানীয় একটি প্রাণী–পার্ক কর্তৃপক্ষ গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে।

গ্রিসের রাজধানী এথেন্সের বাইরে আততিকা জুওলজিক্যাল পার্কের অবস্থান। পার্ক কর্তৃপক্ষ বলছে, চার মাস বয়সী বাঘের নারী শাবকটিকে একটি ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়েছিল। শাবকটির কোমর থেকে নিচ পর্যন্ত পক্ষাঘাতগ্রস্ত ছিল।

পার্কের প্রতিষ্ঠাতা জেন জ্যাকুয়েস লেসুয়ার প্রোতো থেমা পত্রিকাকে বলেছেন, কেউ জানে না, বাঘের শাবকটি কোথা থেকে এসেছে। কীভাবে এটি সেখানে আটকে গেছে। সম্ভবত গত সোমবার শাবকটিকে পরিত্যক্ত অবস্থায় কেউ ফেলে যায়। পরিস্থিতি খুবই ভয়ংকর বলেছেন তিনি।

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের (ডব্লিউডব্লিউএফ) সংরক্ষণ দল বলেছে, সাদা বাঘ জিনগতভাবে ব্যতিক্রম। বনাঞ্চলে সাদা বাঘ খুঁজে পাওয়া যায় না। প্রজনন জটিলতার কারণে সাদা বাঘ হয়।

পার্ক কর্তৃপক্ষ বলেছে, ২৯০টি ভিন্ন প্রজাতির ২ হাজারের বেশি প্রাণী রয়েছে তাদের।

গত বছর অস্ত্রোপচার চলার সময় একটি পুরুষ শিম্পাজি পালিয়ে যায়। পরে পার্ক কর্তৃপক্ষের ব্যাপক সমালোচনা হয়। জননিরাপত্তার কথা বিবেচনা করে শিম্পাজিটিকে গুলি করে হত্যা করা হয়।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.