Nazihar News Network

গোলের নতুন রেকর্ড এমবাপ্পের

পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের নতুন এক রেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি লিগ ‘আ’র ম্যাচে নঁতেকে ৪-২ গোলে হারানোর পথে রেকর্ডটি গড়েছেন এ ফরাসি তারকা। ঘরের মাঠে যোগ করা সময়ে রেকর্ড গড়া গোলটি করেছেন এমবাপ্পে। পিএসজির হয়ে এটা এমবাপ্পের ২০১তম গোল।

মার্শেইয়ের বিপক্ষে আগের ম্যাচেই ২০০তম গোলটি করে পিএসজির সর্বোচ্চ গোলদাতার তালিকায় এদিনসন কাভানির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন এই ফরোয়ার্ড। গতকাল রাতের গোলে তিনি টপকে গেছেন উরুগুইয়ান স্ট্রাইকারকে। এ মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন এমবাপ্পে।

পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের নতুন এক রেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি লিগ ‘আ’র ম্যাচে নঁতেকে ৪-২ গোলে হারানোর পথে রেকর্ডটি গড়েছেন এ ফরাসি তারকা। ঘরের মাঠে যোগ করা সময়ে রেকর্ড গড়া গোলটি করেছেন এমবাপ্পে। পিএসজির হয়ে এটা এমবাপ্পের ২০১তম গোল।

মার্শেইয়ের বিপক্ষে আগের ম্যাচেই ২০০তম গোলটি করে পিএসজির সর্বোচ্চ গোলদাতার তালিকায় এদিনসন কাভানির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন এই ফরোয়ার্ড। গতকাল রাতের গোলে তিনি টপকে গেছেন উরুগুইয়ান স্ট্রাইকারকে। এ মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন এমবাপ্পে।

গোল করা এবং করানো দুদিক থেকেই দলে অবদান রেখে চলেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে এমবাপ্পের গোলসংখ্যা এখন পর্যন্ত ৩০টি, আর সহায়তা করেছেন ৮ গোলে। ২০১৭ সালে পিএসজিতে নাম লেখানো এমবাপ্পে পর গোলের রেকর্ড গড়ার পাশাপাশি ৪টি লিগ শিরোপা জিতেছেন।

মাইলফলকের ট্রফি হাতে সতীর্থদের সঙ্গে এমবাপ্পে
মাইলফলকের ট্রফি হাতে সতীর্থদের সঙ্গে এমবাপ্পে

প্যারিসে কাল নিজেদের মাঠে ১২ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন লিওনেল মেসি। ৫ মিনিট পর আত্মঘাতী গোলে ব্যবধান ২-০ করে পিএসজি। তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি দেরি করেনি নঁতে। ৩১ ও ৩৮ মিনিটে গোল করে সমতা ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলে অতিথিরা। সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি। অবশেষে ৬০ মিনিটে দানিলোর গোলে ব্যবধান ৩-২ করে ফরাসি পরাশক্তিরা। এরপর ম্যাচ যখন শেষ হওয়ার অপেক্ষায়, রেকর্ড গোলটি করে পিএসজিকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন এমবাপ্পে।

গোলের পর এমবাপ্পে
গোলের পর এমবাপ্পে

দারুণ এ জয়ে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট এক ম্যাচ কম খেলে ৫২।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.