এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড (ইএটিএল) আয়োজিত এডুটিউব কুইজ প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপ রাউন্ডে বিজয়ী হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের ‘অনন্য অন্নদা’ দল, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ‘ট্রোজান’ দল, ঝিনাইদহ সরকারি উচ্চবিদ্যালয়ের ‘ঝিনুক ২২’ দল এবং পটুয়াখালীর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ‘দ্য টেলেঞ্জার’ দল। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইএটিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ের সেরা ১৬টি দল অংশ নেয়। বিজয়ী চারটি দল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেবে। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লাখ টাকা পুরস্কার। বাকি দলগুলোও বিভিন্ন অর্থমূল্যের পুরস্কার পাবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপ রাউন্ডে বাদ পড়া ১২টি দল সনদসহ বিভিন্ন অর্থমূল্যের পুরস্কার পেয়েছে।
এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য মুহাম্মদ মাহফুজুল ইসলাম।
গত বছরের ১০ মে রাজধানীর একটি হোটেলে এডুটিউব কুইজ কনটেস্ট-২০২২ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এই উদ্যোগের সঙ্গে নলেজ পার্টনার হিসেবে আছে বিশ্বব্যাংক, টেকনোলজি পার্টনার হিসেবে হুয়াওয়ে এবং স্ট্র্যাটেজি পার্টনার হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
Add comment