Nazihar News Network

ইবিতে র‍্যাগিং : পাঁচ ছাত্রীর বিষয়ে সিদ্ধান্ত দুপুরে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িত পাঁচ ছাত্রীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ শনিবার (০৪ মার্চ) দুপুর ১২টায় শৃঙ্খলা কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘বহিষ্কারের বিষয়ে আজ শনিবার দুপুর ১২টায় শৃঙ্খলা কমিটির মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। হাইকোর্টের নির্দেশার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নেব।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িত পাঁচ ছাত্রীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ শনিবার (০৪ মার্চ) দুপুর ১২টায় শৃঙ্খলা কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘বহিষ্কারের বিষয়ে আজ শনিবার দুপুর ১২টায় শৃঙ্খলা কমিটির মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। হাইকোর্টের নির্দেশার ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নেব।’

প্রসঙ্গত, পহেলা মার্চ ওই পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার করার নির্দেশ দেন হাইকোর্ট। অভিযোগের প্রমাণ পাওয়ায় ইতোমধ্যে তাদের ছাত্রলীগ থেকে বহিষ্কার ও হলের আবাসিকতা বাতিল করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সানজিদা চৌধুরি অন্তরা, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি, আইন বিভাগের ইসরাত জাহান মিম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও একই বিভাগের মুয়াবিয়া জাহান। তারা চারজনই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.