Nazihar News Network

ঢাকা উত্তরের চার স্থানে আ.লীগের শান্তি সমাবেশ আজ

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে চারটি স্থানে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। আজ শনিবার বিকেলে শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি। এসব সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে জানা গেছে, মিরপুর ১ নম্বর গোল চত্বর বাসস্ট্যান্ড, খলিল ভবনের সামনে বিকেল ৩টায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে চারটি স্থানে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। আজ শনিবার বিকেলে শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি। এসব সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে জানা গেছে, মিরপুর ১ নম্বর গোল চত্বর বাসস্ট্যান্ড, খলিল ভবনের সামনে বিকেল ৩টায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। প্রধান বক্তা হিসেবে থাকবেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

মোহাম্মদপুর টাউন হলের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

এদিকে উত্তরার আজমপুর আমিন কমপ্লেক্সের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

এছাড়া মধ্য বাড্ডা ইউলুপের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

প্রতিটি সমাবেশ বিকেল ৩টায় স্ব-স্ব স্থানে অনুষ্ঠিত হবে।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.