Nazihar News Network

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬

গ্রিসে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। আহত কমপক্ষে ৮৫ জন।

গতকাল মঙ্গলবার গভীর রাতে দেশটির লারিসা শহরের কাছে যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের সংঘর্ষ হয়।

গ্রিসে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। আহত কমপক্ষে ৮৫ জন।

গতকাল মঙ্গলবার গভীর রাতে দেশটির লারিসা শহরের কাছে যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের সংঘর্ষ হয়।

দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে প্রায় ২৫০ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় এক গভর্নর জানান, যাত্রীবাহী ট্রেনটি দেশটির রাজধানী এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকি যাচ্ছিল। আর মালবাহী ট্রেনটি থেসালোনিকি থেকে লারিসা যাচ্ছিল। লারিসা শহরের কাছে ট্রেন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

গভর্নর কনস্টান্টিনোস অ্যাগোরাস্টোস একটি টিভি চ্যানেলকে বলেন, সংঘর্ষটি খুবই মারাত্মক ছিল। সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনটির প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়। প্রথমে দুটি বগিতে আগুন ধরে যায়। বগি দুটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনটিতে প্রায় ৩৫০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর প্রায় ২৫০ জন যাত্রীকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এক যাত্রী দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটিকে বলেন, তিনি তাঁর স্যুটকেস দিয়ে ট্রেনের জানালা ভেঙে বগি থেকে বের হতে সক্ষম হন।

অ্যাঞ্জেলোস সিয়ামুরাস নামের আরেক যাত্রী ইআরটিকে বলেন, এটা ছিল একটা ভূমিকম্পের মতো।

সম্প্রচারমাধ্যম এসকেএআই লাইনচ্যুত বগির ফুটেজ প্রচার করেছে। এতে দেখা যায়, বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বগির ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। দুর্ঘটনাস্থলে ছড়িয়ে–ছিটিয়ে আছে বগির ধ্বংসাবশেষ। বগির ভেতরে আটকে থাকা যাত্রীদের খোঁজ করছেন উদ্ধারকর্মীরা।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.