Nazihar News Network

বাখমুতে ‘রাশপুতিৎসা’ নিয়ে বিপাকে রাশিয়া-ইউক্রেন

ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত শহর ঘিরে ফেলার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। রুশ বাহিনী খনিসমৃদ্ধ এই ছোট শহর লক্ষ্য করে হামলা জোরদার করেছে। তবে আগাম বসন্ত ও বৃষ্টির ফলে যুদ্ধের ময়দান হয়ে উঠেছে কর্দমাক্ত। শহরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা ধরে রাখতে মুখোমুখি লড়াই করতে গিয়ে দুই পক্ষই পড়েছে বিপাকে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত শহর ঘিরে ফেলার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। রুশ বাহিনী খনিসমৃদ্ধ এই ছোট শহর লক্ষ্য করে হামলা জোরদার করেছে। তবে আগাম বসন্ত ও বৃষ্টির ফলে যুদ্ধের ময়দান হয়ে উঠেছে কর্দমাক্ত। শহরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা ধরে রাখতে মুখোমুখি লড়াই করতে গিয়ে দুই পক্ষই পড়েছে বিপাকে।

বসন্তকাল শুরু হওয়ার পর তাপমাত্রা বাড়তে থাকে। এতে বরফ গলে যায়। সড়ক, মাঠগুলো যেন হয়ে ওঠে জলাধার। এমন পরিস্থিতিকে বলা হয় ‘রাশপুতিৎসা’। রাশপুতিৎসার ফলে ইউক্রেনের পুরো অঞ্চলে ও রাশিয়ার পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর অনেক হামলা পরিকল্পনা ভেস্তে যাওয়ার দীর্ঘ ইতিহাস আছে।

বাখমুত শহরটির অবস্থান দোনেৎস্ক অঞ্চলে। এটি দোনেৎস্কের পাশের অঞ্চল লুহানস্ক সীমান্তবর্তী একটি শহর। কিছুদিন ধরেই শহরটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী। বাখমুত ছাড়া দোনেৎস্কের প্রায় পুরোটা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। এদিকে ইউক্রেনীয় বাহিনী শহরটির নিয়ন্ত্রণ রাখতে লড়াই করছে।

তবে রাশপুতিৎসার ফলে দুই পক্ষের বিপাকে পড়ার বিষয়টি উঠে এল মাইকোলা (৫৯) নামে ইউক্রেনের এক সেনা কমান্ডারের কথায়। যেখানে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে সেখানে বসে মাইকোলা বলেন, দুই পক্ষই নিজেদের অবস্থানে রয়েছে। কারণ, বসন্ত মানেই কর্দমাক্ত পরিবেশ। এ কারণে এগোনো সম্ভব হচ্ছে না।

গভীর একটি পরিখায় অস্ত্রে সজ্জিত সেনা প্লাটুনের কমান্ডার ২৫ বছর বয়সী ভলোদিমির জানালেন, তাঁর লোকজনেরা (সেনারা) যেকোনো আবহাওয়ায় অভিযান চালানোর জন্য প্রস্তুত ছিলেন। ভলোদিমির বলেন, ‘যখন আমাদের একটি নির্দিষ্ট লক্ষ্যের কথা জানিয়ে নির্দেশ দেওয়া হয়, তার মানে আমাদের তা ধ্বংস করতে হবে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেন, ‘বাখমুতের পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। শত্রুরা ক্রমাগত সবকিছু ধ্বংস করছে…। বাখমুতে আমাদের যে সেনারা লড়াই চালাচ্ছে, তারা সত্যিকারের নায়ক।’

যুদ্ধের শুরুতে রাশিয়া কিয়েভ দখলের চেষ্টায় হামলা শুরু করলে রক্তক্ষয়ী এক লড়াই হয়। এরপর পিছু হটে রুশ বাহিনী জানায়, তাদের লক্ষ্য এখন ইউক্রেনের পূর্বাঞ্চল। এরপর থেকে লড়াই চলছে পূর্বাঞ্চলে। এর মধ্যে রিজার্ভ সেনা নিয়োগের পরে রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে।

বাখমুতে বর্তমান পরিস্থিতি তুলে ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের একজন মুখপাত্র সেরহিই চেরেভাতিই স্থানীয় এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সেখানে (বাখমুত) জঘন্য লড়াই ও সহিংসতা চলছে। শত্রুপক্ষের সেনাদের আমাদের অঞ্চলে অগ্রসর হওয়া ঠেকাতে আমাদের সেনারা সম্ভাব্য সবকিছু করছে।’

এদিকে রাশিয়ার পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, বাখমুতের অদূরে ইউক্রেনের একটি অস্ত্রভান্ডার ধ্বংস করে দিয়েছেন রুশ সেনারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের তৈরি একাধিক রকেট ও ইউক্রেনের একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে রাশিয়ার এই দাবির বিষয়টি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.