খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান শেখ নিশাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে খুলনায় ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা। আজ বুধবার সকাল ছয়টা থেকে ওই কর্মসূচি পালন করছেন তাঁরা। আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। কর্মবিরতির আওতায় খুলনা জেলার সব স্বাস্থ্যপ্রতিষ্ঠান (সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি) থাকবে। তবে হাসপাতালগুলোর জরুরি বিভাগ খোলা আছে।
এদিকে চিকিৎসকদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। দূরদূরান্ত থেকে বহির্বিভাগের চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। আজ সকাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
Add comment