Nazihar News Network
News from Nazihar It Solution Limited

নবজাতকের প্রথম গোসলে এই ১০ নিয়ম মানছেন তো

নবজাতকের প্রথম গোসল নিয়ে থাকে নানা উৎকণ্ঠা। জেনে নিন এ–সংক্রান্ত কিছু বিষয়—

১. জন্মের পরপরই প্রথম গোসল নয়। বরং বিশেষজ্ঞদের মতে এটি দু-তিন দিন পর দেওয়া ভালো।

২. শিশু যদি অপরিণত বা কম ওজন হয়, সে ক্ষেত্রে আরও কিছুদিন অপেক্ষা করা যেতে পারে।

৩. গোসলের জন্য নির্ধারিত ঘরে ফ্যান বন্ধ রাখাই ভালো।

৪. সময়টা মধ্যদুপুর হওয়া শ্রেয়।

৫. শিশুর গোসলের জন্য প্রয়োজনীয় সকল উপাদান হাতের কাছে নিয়ে তারপর গোসল করানো শুরু করা উচিত।

৬. একটি গামলা বা টাবের মধ্যে সহনীয় মাত্রার উষ্ণ পানিতে গোসল করানোই যথেষ্ট।

নবজাতকের প্রথম গোসল নিয়ে থাকে নানা উৎকণ্ঠা। জেনে নিন এ–সংক্রান্ত কিছু বিষয়—

১. জন্মের পরপরই প্রথম গোসল নয়। বরং বিশেষজ্ঞদের মতে এটি দু-তিন দিন পর দেওয়া ভালো।

২. শিশু যদি অপরিণত বা কম ওজন হয়, সে ক্ষেত্রে আরও কিছুদিন অপেক্ষা করা যেতে পারে।

৩. গোসলের জন্য নির্ধারিত ঘরে ফ্যান বন্ধ রাখাই ভালো।

৪. সময়টা মধ্যদুপুর হওয়া শ্রেয়।

৫. শিশুর গোসলের জন্য প্রয়োজনীয় সকল উপাদান হাতের কাছে নিয়ে তারপর গোসল করানো শুরু করা উচিত।

৬. একটি গামলা বা টাবের মধ্যে সহনীয় মাত্রার উষ্ণ পানিতে গোসল করানোই যথেষ্ট।

শিশুর গোসলের জন্য প্রয়োজনীয় সকল উপাদান হাতের কাছে নিয়ে তারপর গোসল করানো শুরু করা উচিত
শিশুর গোসলের জন্য প্রয়োজনীয় সকল উপাদান হাতের কাছে নিয়ে তারপর গোসল করানো শুরু করা উচিত

৭. শিশুর প্রথম গোসলে সুগন্ধযুক্ত সাবান, বডি ওয়াশ, তেল—কোনো কিছুরই প্রয়োজন নেই।

৮. প্রথমবার নবজাতককে পুরোপুরি পানিতে ডুবিয়ে গোসল না দিয়ে এক টুকরা পরিষ্কার কাপড় দিয়ে ধীরে ধীরে শিশুর সমস্ত শরীর পরিষ্কার করে মুছে নেওয়া ভালো।

৯. প্রথমে চোখ, মুখ, মাথা ধুয়ে নিয়ে মুছে ফেলা দরকার। তারপর ধীরে পুরো শরীর ও সবশেষে ডায়াপার পরে থাকা জায়গাটুকু পরিষ্কার করে নরম তোয়ালে দিয়ে পুরো শরীর মুছে দ্রুত কাপড় পরিয়ে দেওয়া উচিত।

১০. শিশুর চুলে যেন পানি জমে না থাকে ও নাভির গোড়া যেন শুষ্ক থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে।

এরপর আবহাওয়া বুঝে শিশুকে দুই-তিন দিন পরপর নিয়মিত গোসল দেওয়া যেতে পারে।

*ডা. লাজিনা শারমিন: সহযোগী অধ্যাপক, শিশু বিভাগ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.