Nazihar News Network
News frzom Nazihar It Solution

নবম-দশম শ্রেণির ইংরেজি ভার্সনের তিন বইয়ের সংশোধনী

বাংলা ভার্সনের সংশোধনী দেওয়ার প্রায় তিন মাস পর নবম-দশম শ্রেণির তিনটি বইয়ের ইংরেজি ভার্সনের সংশোধনী দিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বই তিনটি হলো বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (হিস্ট্রি অব বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিস) এবং পৌরনীতি ও নাগরিকতা (সিভিকস অ্যান্ড সিটিজেনশিপ)।

চলতি শিক্ষাবর্ষে বিনা মূল্যে বিতরণ করা মাধ্যমিক স্তরের এ তিনটি বইয়ে ৯টি ভুলভ্রান্তির সত্যতা পেয়েছিল এনসিটিবি। এ জন্য ভুলগুলো সংশোধন করে গত জানুয়ারি মাঝামাঝিতে বাংলা ভার্সনের বইগুলোর সংশোধনী দেওয়া হয়েছিল। সেই সংশোধনীগুলোই এখন ইংরেজি ভার্সনেরও জন্য দেওয়া হয়েছে। সংশোধনীগুলো এনটিবিবির ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

এদিকে, নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইগুলোর ভুল-অসংগতিগুলোর সংশোধনী এখনো পাঠাতে পারেনি এনসিটিবি। তবে, ইতিমধ্যে সংশোধনীর খসড়া প্রস্তুত করা হয়েছে।

এখন সেটি চূড়ান্ত করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সংশোধনীগুলোর ‘সফট কপি’ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করছে এনসিটিবি।

এনসিটিবির একজন কর্মকর্তা আজ প্রথম আলোকে বলেন, ঈদের পর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইগুলোর সংশোধনী দেওয়া হবে।

বাংলা ভার্সনের সংশোধনী দেওয়ার প্রায় তিন মাস পর নবম-দশম শ্রেণির তিনটি বইয়ের ইংরেজি ভার্সনের সংশোধনী দিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বই তিনটি হলো বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (হিস্ট্রি অব বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিস) এবং পৌরনীতি ও নাগরিকতা (সিভিকস অ্যান্ড সিটিজেনশিপ)।

চলতি শিক্ষাবর্ষে বিনা মূল্যে বিতরণ করা মাধ্যমিক স্তরের এ তিনটি বইয়ে ৯টি ভুলভ্রান্তির সত্যতা পেয়েছিল এনসিটিবি। এ জন্য ভুলগুলো সংশোধন করে গত জানুয়ারি মাঝামাঝিতে বাংলা ভার্সনের বইগুলোর সংশোধনী দেওয়া হয়েছিল। সেই সংশোধনীগুলোই এখন ইংরেজি ভার্সনেরও জন্য দেওয়া হয়েছে। সংশোধনীগুলো এনটিবিবির ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

এদিকে, নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইগুলোর ভুল-অসংগতিগুলোর সংশোধনী এখনো পাঠাতে পারেনি এনসিটিবি। তবে, ইতিমধ্যে সংশোধনীর খসড়া প্রস্তুত করা হয়েছে।

এখন সেটি চূড়ান্ত করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সংশোধনীগুলোর ‘সফট কপি’ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করছে এনসিটিবি।

এনসিটিবির একজন কর্মকর্তা আজ প্রথম আলোকে বলেন, ঈদের পর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইগুলোর সংশোধনী দেওয়া হবে।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.