Nazihar News Network
News from Nazihar It Solution Limited

যে কোরিয়ান সিরিজে মজেছেন বাংলাদেশি দর্শকরা

দক্ষিণ কোরিয়ার আলোচিত ওয়েব সিরিজ ‘দ্য গ্লোরি’র দ্বিতীয় মৌসুম মুক্তির পরপরই ঝড় তুলেছে বিশ্বজুড়ে; যার ঢেউ লেগেছে বাংলাদেশেও। মুক্তির চার দিনের মাথায় সিরিজটি নেটফ্লিক্সের গ্লোবাল চার্টে (সিরিজ) শীর্ষে উঠে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনাপ।

গত বছরের ডিসেম্বরে সিরিজের প্রথম মৌসুম মুক্তি পেয়েছিল; ১০ মার্চ দ্বিতীয় মৌসুম মুক্তি পেয়েছে। সিরিজটি নিয়ে ‘কোরিয়ান মুভি অ্যান্ড ড্রামা লাভার বিডি’ নামে এক ফেসবুক গ্রুপে বেশ আলোচনা চলছে; কেউ কেউ লিখছেনও।
রুবাইয়া তাবাসসুম নামের এক দর্শক লিখেছেন, ‘প্রথম মৌসুম দেখার পর প্রত্যাশা বেশি ছিল, এক বসায় আট পর্ব শেষ করেছি। অভিনয় থেকে শুরু করে সংলাপ, কাহিনি নিখুঁত ছিল, এক মিনিটের জন্যও বিরক্ত হওয়ার অবকাশ ছিল না। যেভাবে কাহিনি বারবার মোড় নিচ্ছিল, তাতে প্রতি পর্বেই উত্তেজনা বাড়ছিল।’

দক্ষিণ কোরিয়ার আলোচিত ওয়েব সিরিজ ‘দ্য গ্লোরি’র দ্বিতীয় মৌসুম মুক্তির পরপরই ঝড় তুলেছে বিশ্বজুড়ে; যার ঢেউ লেগেছে বাংলাদেশেও। মুক্তির চার দিনের মাথায় সিরিজটি নেটফ্লিক্সের গ্লোবাল চার্টে (সিরিজ) শীর্ষে উঠে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনাপ।

গত বছরের ডিসেম্বরে সিরিজের প্রথম মৌসুম মুক্তি পেয়েছিল; ১০ মার্চ দ্বিতীয় মৌসুম মুক্তি পেয়েছে। সিরিজটি নিয়ে ‘কোরিয়ান মুভি অ্যান্ড ড্রামা লাভার বিডি’ নামে এক ফেসবুক গ্রুপে বেশ আলোচনা চলছে; কেউ কেউ লিখছেনও।
রুবাইয়া তাবাসসুম নামের এক দর্শক লিখেছেন, ‘প্রথম মৌসুম দেখার পর প্রত্যাশা বেশি ছিল, এক বসায় আট পর্ব শেষ করেছি। অভিনয় থেকে শুরু করে সংলাপ, কাহিনি নিখুঁত ছিল, এক মিনিটের জন্যও বিরক্ত হওয়ার অবকাশ ছিল না। যেভাবে কাহিনি বারবার মোড় নিচ্ছিল, তাতে প্রতি পর্বেই উত্তেজনা বাড়ছিল।’

সিরিজের পোস্টার
সিরিজের পোস্টার

সিরিজটি নির্মাণ করেছেন আন গিল হো। সিরিজের গল্পে দেখা যাবে, স্কুলজীবনে সহপাঠীদের দ্বারা মানসিক নিপীড়নের শিকার হয়েছিলেন ন ডং ইয়োন নামের তরুণী। সেই নিপীড়নের ক্ষত দিনের পর দিন বয়ে বেড়াতে হয়েছে তাঁকে, কিছুতেই মন থেকে সরাতে পারছিলেন না। একপর্যায়ে নিপীড়নকারীদের শায়েস্তা করার পরিকল্পনা করেন ইয়োন।
সিরিজে প্রথম মৌসুমের মতো দ্বিতীয় মৌসুমেও ইয়োন চরিত্রে অভিনয় করেছেন সং হিয়ো কিয়ো। অন্যান্য চরিত্রে রয়েছেন লি ডু হিয়োন, লিম জি ইয়োন, ইয়ুম হিয়োন রান।

সিরিজের একটি দৃশ্য
সিরিজের একটি দৃশ্য

ঐশী নামের আরেক দর্শক লিখেছেন, ‘এখানে একটা বিষয় খুব সুন্দরভাবে করে বুঝানো হয়েছে। যারা তোমার খারাপ কাজের সাথী, তারা তোমার প্রকৃত আপন নয়। তারা সুবিধাবাদি। যে তোমাকে খারাপ কাজে উসকে দেবে, সে কখনোই তোমার বন্ধু হতে পারে না।’
নেটফ্লিক্সের গ্লোবাল চার্টের বাইরে দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং, তাইওয়ান, মেক্সিকো ও সৌদি আরবে প্রথম অবস্থানে রয়েছে। এর বাইরে ২১টি দেশে দ্বিতীয় অবস্থানে ও ১৩টি দেশে তৃতীয় অবস্থানে রয়েছে।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.