Nazihar News Network
News from Nazihar It Solution

কাবুলিওয়ালা হয়ে আসছেন মিঠুন চক্রবর্তী

বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের এক অনন্য সৃষ্টি কাবুলিওয়ালা। সেই নস্টালজিয়াকে নতুন করে মনে করিয়ে দিতে আবারও আসছেন মিঠুন চক্রবর্তী। কাবুলিওয়ালা ওরফে রহমত খানের চরিত্রে কাজ করেছেন অনেকেই। সময়ের সাথে অভিনেতা বদলালেও বদলায়নি কাবুলিওয়ালার চিরচেনা আবেদন। খবর আনন্দবাজারের।

বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের এক অনন্য সৃষ্টি কাবুলিওয়ালা। সেই নস্টালজিয়াকে নতুন করে মনে করিয়ে দিতে আবারও আসছেন মিঠুন চক্রবর্তী। কাবুলিওয়ালা ওরফে রহমত খানের চরিত্রে কাজ করেছেন অনেকেই। সময়ের সাথে অভিনেতা বদলালেও বদলায়নি কাবুলিওয়ালার চিরচেনা আবেদন। খবর আনন্দবাজারের।

সম্প্রতি, কলকাতায় এসে মিঠুন নিজেই এই ছবি নিয়ে কিছু তথ্য জানিয়েছেন সাংবাদিকদের। ছবিটি পরিচালনা করবেন সুমন ঘোষ। প্রযোজক এসভিএফ।

উল্লেখ্য, এর আগে ২০১২ সালে ‘নোবেল চোর’ ছবিতে সুমনের পরিচালনায় অভিনয় করেছিলেন মিঠুন। সেদিক থেকে প্রায় ১১ বছর পর আবার পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন এ অভিনেতা।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.