Nazihar News Network
News from Nazihar It Solution

হোয়াটসঅ্যাপে আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধা ব্যবহার করবেন যেভাবে

ব্যক্তিগত সুরক্ষার জন্য ব্যবহারকারীদের এন্ড টু এন্ড এনক্রিপশন, টু স্টেপ ভেরিফিকেশন, ডিজঅ্যাপিয়ার মেসেজসহ বিভিন্ন সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় আঙুলের ছাপ শনাক্তকরণের সুবিধাও রয়েছে অ্যাপটিতে। এ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যবহারকারী ছাড়া অন্য কেউ হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারেন না। ফলে নিরাপদে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে হোয়াটসঅ্যাপের আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধা ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক।

ব্যক্তিগত সুরক্ষার জন্য ব্যবহারকারীদের এন্ড টু এন্ড এনক্রিপশন, টু স্টেপ ভেরিফিকেশন, ডিজঅ্যাপিয়ার মেসেজসহ বিভিন্ন সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় আঙুলের ছাপ শনাক্তকরণের সুবিধাও রয়েছে অ্যাপটিতে। এ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যবহারকারী ছাড়া অন্য কেউ হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারেন না। ফলে নিরাপদে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে হোয়াটসঅ্যাপের আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধা ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক।

হোয়াটসঅ্যাপে আঙুলের ছাপ যুক্ত করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন নির্বাচন করতে হবে। এরপর নিচে স্ক্রল করে প্রাইভেসি অপশনে প্রবেশ করে ফিঙ্গারপ্রিন্ট লক অপশন থেকে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট টগল চালু করতে হবে। এবার আঙুলের স্ক্যান করে কতক্ষণ পর হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে লক হবে, তা নির্ধারণ করে দিতে হবে।

হোয়াটসঅ্যাপে আঙুলের ছাপ মুছে ফেলতে একইভাবে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি অপশনে প্রবেশ করতে হবে। এরপর নিচে থাকা ফিঙ্গারপ্রিন্ট লক অপশন থেকে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট টগলটি বন্ধ করতে হবে।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.