Nazihar News Network
News from Nazihar It Solution Limited

স্মার্টফোনের মাইক্রোফোন গোপনে কথাও শোনে

ফোনে কথা না বললেও ব্যবহারকারীর সব কথা শুনতে থাকে স্মার্টফোন। যুক্তরাজ্যের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ড ভিপিএন জানিয়েছে, স্মার্টফোনের মাইক্রোফোন নিয়মিতভাবে ব্যবহারকারীর কথোপকথন শুনতে থাকে। ব্যবহারকারীর অবস্থানের পাশাপাশি কাজের ধরন এবং আগ্রহের বিষয় জানতেই এমনটি করা হয়। এসব তথ্য কাজে লাগিয়ে ব্যবহারকারীদের আগ্রহ ও চাহিদা বুঝে বিজ্ঞাপন প্রচার করে বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইট।

ফোনে কথা না বললেও ব্যবহারকারীর সব কথা শুনতে থাকে স্মার্টফোন। যুক্তরাজ্যের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ড ভিপিএন জানিয়েছে, স্মার্টফোনের মাইক্রোফোন নিয়মিতভাবে ব্যবহারকারীর কথোপকথন শুনতে থাকে। ব্যবহারকারীর অবস্থানের পাশাপাশি কাজের ধরন এবং আগ্রহের বিষয় জানতেই এমনটি করা হয়। এসব তথ্য কাজে লাগিয়ে ব্যবহারকারীদের আগ্রহ ও চাহিদা বুঝে বিজ্ঞাপন প্রচার করে বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইট।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ড ভিপিএন সম্প্রতি যুক্তরাজ্যে বসবাসকারী এক হাজারের বেশি স্মার্টফোন ব্যবহারকারীর ওপর এ বিষয়ে জরিপ চালিয়েছে। জরিপে অংশ নেওয়া ৪৫ শতাংশ ব্যক্তি জানিয়েছেন, ইন্টারনেটে তথ্য না খুঁজলেও বন্ধু বা পরিচিত মানুষের সঙ্গে আলোচনার বিষয়বস্তু অনুযায়ী বিজ্ঞাপন দেখাচ্ছে বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইট। মনে হয়, গোপনে কেউ অনুসরণ করছে বা কথা শুনছে। নিজেদের ব্যক্তিগত কথোপকথন ফাঁস হওয়ায় ভয়ও পেয়েছেন অনেকে। উত্তরদাতাদের দুই-তৃতীয়াংশ জানিয়েছেন, এটি কীভাবে ঘটছে, সে বিষয়ে তাঁদের কোনো ধারণা নেই।

জানা গেছে, আলট্রাসনিক ক্রসডিভাইস ট্র্যাকিং প্রযুক্তি কাজে লাগিয়ে গোপনে ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপন প্রচার করে থাকে বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইট। এ জন্য প্রয়োজন না হলেও ব্যবহারকারীদের কাছ থেকে মাইক্রোফোন চালুর অনুমতি নিয়ে নেয় তারা। ফলে যেকোনো সময় দূর থেকে গোপনে মাইক্রোফোন চালু করে আশপাশের সব শব্দ বা কথা শোনা সম্ভব।

সাইবার নিরাপত্তা উপদেষ্টা অ্যাড্রিয়ানাস ওয়ার্মেনহোভেন জানিয়েছেন, ক্রসট্র্যাকিং বিজ্ঞাপনদাতাদের জন্য সোনার খনির মতো। এটি আপনার অজান্তেই আপনার সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করার সুযোগ তৈরি করে দেয়। অনলাইনে নিরাপদ থাকতে অ্যাপ নামানোর সময় প্রয়োজন ছাড়া মাইক্রোফোন চালুর অনুমতি না দিতেও অনুরোধ করেছেন তিনি।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.