Nazihar News Network
News frzom Nazihar It Solution

মটোরোলার স্মার্টফোন বাংলাদেশে এডিসন গ্রুপের কারখানায় তৈরি হবে

প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত নানা কাজের প্রয়োজনে স্মার্টফোন বা কম্পিউটারের পর্দার স্ক্রিনশট নিতে হয়। স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটার থেকেও পর্দার স্ক্রিনশট নেওয়া যায়। উইন্ডোজ ১০ ও ১১ অপারেটিং সিস্টেম–চালিত কম্পিউটারে বিভিন্ন উপায়ে স্ক্রিনশট নিতে পারেন ব্যবহারকারীরা। দেখে নেওয়া যাক কীভাবে কম্পিউটারে স্ক্রিনশট নেওয়া যায়।

কি–বোর্ডের প্রিন্ট স্ক্রিন পদ্ধতি
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে পর্দার স্ক্রিনশট নেওয়ার জনপ্রিয় ও বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে কি–বোর্ডের ‘Print Screen’ কি। কম্পিউটার কি–বোর্ডের ওপরের সারিতে থাকা PrtSc বা Print Screen বোতাম চাপার পর মাইক্রোসফট ওয়ার্ডে Ctrl+V চাপলে বা মাউস থেকে ডান ক্লিক করে পেস্ট করে পর্দার স্ক্রিনশট পাওয়া যায়। Alt+PrtSc—এই দুটি বোতাম একসঙ্গে চাপলেও এ পদ্ধতিতে স্ক্রিনশট নেওয়া যায়।

এ ছাড়া উইন্ডোজ কি এবং PrtSc বা Print Screen একসঙ্গে চেপে ধরলেও কম্পিউটার পর্দার স্ক্রিনশট নেওয়া যায়। এই স্ক্রিনশটটি সরাসরি কম্পিউটারের C:/ ড্রাইভে জমা হয়। এটি খুঁজে পেতে কম্পিউটারের পিকচারস ফোল্ডার থেকে স্ক্রিনশটে যেতে হবে। সেখানে এ পদ্ধতিতে নেওয়া স্ক্রিনশট স্বয়ংক্রিয়ভাবেই জমা হয়।

প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত নানা কাজের প্রয়োজনে স্মার্টফোন বা কম্পিউটারের পর্দার স্ক্রিনশট নিতে হয়। স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটার থেকেও পর্দার স্ক্রিনশট নেওয়া যায়। উইন্ডোজ ১০ ও ১১ অপারেটিং সিস্টেম–চালিত কম্পিউটারে বিভিন্ন উপায়ে স্ক্রিনশট নিতে পারেন ব্যবহারকারীরা। দেখে নেওয়া যাক কীভাবে কম্পিউটারে স্ক্রিনশট নেওয়া যায়।

কি–বোর্ডের প্রিন্ট স্ক্রিন পদ্ধতি

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে পর্দার স্ক্রিনশট নেওয়ার জনপ্রিয় ও বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে কি–বোর্ডের ‘Print Screen’ কি। কম্পিউটার কি–বোর্ডের ওপরের সারিতে থাকা PrtSc বা Print Screen বোতাম চাপার পর মাইক্রোসফট ওয়ার্ডে Ctrl+V চাপলে বা মাউস থেকে ডান ক্লিক করে পেস্ট করে পর্দার স্ক্রিনশট পাওয়া যায়। Alt+PrtSc—এই দুটি বোতাম একসঙ্গে চাপলেও এ পদ্ধতিতে স্ক্রিনশট নেওয়া যায়।

এ ছাড়া উইন্ডোজ কি এবং PrtSc বা Print Screen একসঙ্গে চেপে ধরলেও কম্পিউটার পর্দার স্ক্রিনশট নেওয়া যায়। এই স্ক্রিনশটটি সরাসরি কম্পিউটারের C:/ ড্রাইভে জমা হয়। এটি খুঁজে পেতে কম্পিউটারের পিকচারস ফোল্ডার থেকে স্ক্রিনশটে যেতে হবে। সেখানে এ পদ্ধতিতে নেওয়া স্ক্রিনশট স্বয়ংক্রিয়ভাবেই জমা হয়।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.