Nazihar News Network
News from Nazihar It Solution

প্রথম প্রজন্মের ক্রোমকাস্ট হালনাগাদ বন্ধ গুগলের

প্রথম প্রজন্মের ক্রোমকাস্ট হালনাগাদ আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে গুগল। এখন থেকে নতুন কোনো প্রযুক্তি সহায়তা পাবে না যন্ত্রটি। হালনাগাদ বন্ধ হয়ে যাওয়ায় ব্যবহারকারীরা যন্ত্রটি ব্যবহারে সমস্যার মুখোমুখি হওয়ার শঙ্কা রয়েছেন। কারণ, এখন থেকে প্রথম প্রজন্মের এ যন্ত্রে প্রযুক্তিগত সহায়তা দেবে না গুগল। নতুন করে সফটওয়্যার বা নিরাপত্তা হালনাগাদ পাবে না যন্ত্রটি।

গুগল জানিয়েছে, ১০ বছর ধরে প্রথম প্রজন্মের ক্রোমকাস্টে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে। সর্বশেষ গত বছরের নভেম্বরে ফার্মওয়্যার সংস্করণ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

২০১৩ সালে প্রথম প্রজন্মের ক্রোমকাস্ট নিয়ে আসে গুগল। প্রথম প্রজন্মের ক্রোমকাস্ট দেখতে চাবির মতো। এর এক প্রান্তে একটি এইচডিএমআই (হাইডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস) ও অন্য প্রান্তে ইউএসবি (ইউনিভার্সাল সিরিয়াল বাস) পোর্ট রয়েছে। যন্ত্রটির ওপরের অংশে ক্রোমের লোগো রয়েছে। প্রথম প্রজন্মের ক্রোমকাস্টে ৫১২ মেগাবাইট র‌্যাম ও ২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সমর্থন করে।

প্রথম প্রজন্মের ক্রোমকাস্ট হালনাগাদ আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে গুগল। এখন থেকে নতুন কোনো প্রযুক্তি সহায়তা পাবে না যন্ত্রটি। হালনাগাদ বন্ধ হয়ে যাওয়ায় ব্যবহারকারীরা যন্ত্রটি ব্যবহারে সমস্যার মুখোমুখি হওয়ার শঙ্কা রয়েছেন। কারণ, এখন থেকে প্রথম প্রজন্মের এ যন্ত্রে প্রযুক্তিগত সহায়তা দেবে না গুগল। নতুন করে সফটওয়্যার বা নিরাপত্তা হালনাগাদ পাবে না যন্ত্রটি।

গুগল জানিয়েছে, ১০ বছর ধরে প্রথম প্রজন্মের ক্রোমকাস্টে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে। সর্বশেষ গত বছরের নভেম্বরে ফার্মওয়্যার সংস্করণ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

২০১৩ সালে প্রথম প্রজন্মের ক্রোমকাস্ট নিয়ে আসে গুগল। প্রথম প্রজন্মের ক্রোমকাস্ট দেখতে চাবির মতো। এর এক প্রান্তে একটি এইচডিএমআই (হাইডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস) ও অন্য প্রান্তে ইউএসবি (ইউনিভার্সাল সিরিয়াল বাস) পোর্ট রয়েছে। যন্ত্রটির ওপরের অংশে ক্রোমের লোগো রয়েছে। প্রথম প্রজন্মের ক্রোমকাস্টে ৫১২ মেগাবাইট র‌্যাম ও ২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সমর্থন করে।

গুগল ক্রোমকাস্ট দেখতে চাবির মতো।

গুগল ক্রোমকাস্ট দেখতে চাবির মতো।

২০১৩ সালের পর দ্বিতীয় প্রজন্মের ক্রোমকাস্ট ২০১৫ সালে আনে গুগল। পরের বছর আলট্রা মডেলের ক্রোমকাস্ট অডিওর ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ ২০১৮ সালে বাজারে আসে তৃতীয় প্রজন্মের ক্রোমকাস্ট। এদিকে গুগল টিভিতে ক্রোমকাস্ট যুক্ত করার জন্য চলতি বছরের এপ্রিলে নিরাপত্তা প্যাচ (নির্দিষ্ট সমস্যা সমাধানের প্রোগ্রাম) উন্মুক্ত করেছে গুগল।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.