অর্থের বিনিময়ে নীল টিক যুক্ত করা অ্যাকাউন্টে অন্য ব্যবহারকারীদের তুলনায় ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখাবে টুইটার। নতুন এ সুবিধা চালু হলে টুইটারে প্রমোটেড টুইট বা বিজ্ঞাপন দেখার বদলে অনুসরণ করা ব্যক্তিদের টুইট বেশি দেখতে পারবেন নীল টিক ব্যবহারকারীরা।
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক দীর্ঘদিন ধরে নীল টিক অ্যাকাউন্টে বাড়তি সুবিধা দেওয়ার কথা বলে আসছেন। এরই ধারাবাহিকতায় নীল টিকযুক্ত অ্যাকাউন্টে ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখাবে টুইটার। নতুন এ উদ্যোগের আওতায় প্রমোটেড টুইট বা বিজ্ঞাপন অন্যদের তুলনায় কম দেখা গেলেও এক্সপ্লোর পেজের প্রমোটেড ইভেন্টস, প্রমোটেড অ্যাকাউন্টস ও ট্রেন্ডস, প্রোফাইলে থাকা বিজ্ঞাপন আগের মতো দেখা যাবে নীল টিকযুক্ত অ্যাকাউন্টে।
সম্প্রতি নীল টিকযুক্ত অ্যাকাউন্ট ছাড়া অন্য ব্যবহারকারীদের জন্য দুই স্তরের লগইন পদ্ধতি ব্যবহারের সুযোগ বাতিল করেছে টুইটার। ফলে অর্থ খরচ করেই শুধু টুইটারে বাড়তি সুরক্ষা পাওয়া যাবে। শুধু তা-ই নয়, নীল টিকযুক্ত অ্যাকাউন্ট থেকে করা টুইট এবং রিটুইটগুলো অন্য ব্যবহারকারীদের কাছে প্রদর্শনের ক্ষেত্রেও অগ্রাধিকার দেবে খুদে ব্লগ লেখার সাইটটি।







Add comment