Nazihar News Network
News from Nazihar It Solution Limited

ট্রান্সজেন্ডারদের কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে বিসিসি

ট্রান্সজেন্ডারদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত ৩০ দিনের এ প্রশিক্ষণে ২০ জন ট্রান্সজেন্ডার অংশ নিচ্ছেন। গতকাল রোববার আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।

ট্রান্সজেন্ডারদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত ৩০ দিনের এ প্রশিক্ষণে ২০ জন ট্রান্সজেন্ডার অংশ নিচ্ছেন। গতকাল রোববার আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন জানান, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন কাজের উপযোগী করে গড়ে তোলাই এ প্রশিক্ষণের উদ্দেশ্য। কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে নিয়ে একসঙ্গে ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এই কার্যক্রম সহায়ক ভূমিকা রাখবে।

বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমার জানান, ভবিষ্যতে প্রধান কার্যালয়ের পাশাপাশি বিসিসির সাতটি আঞ্চলিক কার্যালয়েও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কার্যক্রমের সহযোগী প্রতিষ্ঠান বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক মো. সালেহ আহমেদ, বিসিসির সচিব মো. রাশেদুল ইসলাম প্রমুখ।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.