Nazihar News Network
News from Nazihar It Solution

চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে বিং সার্চ ইঞ্জিন

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির রোবট–সফটওয়্যার চ্যাটজিপিটি বর্তমানে ২০২১ সাল পর্যন্ত ইন্টারনেটে থাকা তথ্য বা ডেটা ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকে। এ সীমাবদ্ধতা দূর করতে চ্যাটজিপিটিতে নিজেদের বিং সার্চ ইঞ্জিন যুক্তের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে চলা ‘মাইক্রোসফট বিল্ড’ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্বয়ংক্রিয়ভাবে বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করবে চ্যাটজিপিটি। ফলে বিং সার্চ ইঞ্জিনের হালনাগাদ তথ্যও জানাতে পারবে চ্যাটজিপিটি। এ বিষয়ে মাইক্রোসফটের ভোক্তা বিপণন বিভাগের প্রধান ইউসুফ মেহদি জানিয়েছেন, চ্যাটজিপিটি এখন স্বয়ংক্রিয়ভাবে ব্রাউজারে অনুসন্ধান করে তথ্য দেখাবে। এমনকি অনলাইনে থাকা বিভিন্ন উদ্ধৃতিও তুলে ধরবে। এ সবকিছুই সরাসরি চ্যাটবটের চ্যাট অপশনে দেখা যাবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির রোবট–সফটওয়্যার চ্যাটজিপিটি বর্তমানে ২০২১ সাল পর্যন্ত ইন্টারনেটে থাকা তথ্য বা ডেটা ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকে। এ সীমাবদ্ধতা দূর করতে চ্যাটজিপিটিতে নিজেদের বিং সার্চ ইঞ্জিন যুক্তের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে চলা ‘মাইক্রোসফট বিল্ড’ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্বয়ংক্রিয়ভাবে বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করবে চ্যাটজিপিটি। ফলে বিং সার্চ ইঞ্জিনের হালনাগাদ তথ্যও জানাতে পারবে চ্যাটজিপিটি। এ বিষয়ে মাইক্রোসফটের ভোক্তা বিপণন বিভাগের প্রধান ইউসুফ মেহদি জানিয়েছেন, চ্যাটজিপিটি এখন স্বয়ংক্রিয়ভাবে ব্রাউজারে অনুসন্ধান করে তথ্য দেখাবে। এমনকি অনলাইনে থাকা বিভিন্ন উদ্ধৃতিও তুলে ধরবে। এ সবকিছুই সরাসরি চ্যাটবটের চ্যাট অপশনে দেখা যাবে।

মাইক্রোসফট জানিয়েছে, প্রাথমিকভাবে চ্যাটজিপিটি প্লাসে নিবন্ধিত ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। পর্যায়ক্রমে চ্যাটজিপিটির বিনা মূল্যের সংস্করণেও এ সুবিধা উন্মুক্ত করা হবে।

সম্মেলনে বিং সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্লাগ–ইন ব্যবহারের সুযোগ চালুরও ঘোষণা দিয়েছে মাইক্রোসফট ও চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। প্লাগ–ইনটি কাজে লাগিয়ে ডেভেলপাররা নিজেদের প্রয়োজন অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারবেন।

সম্মেলনে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভার্চ্যুয়াল সহকারী ‘উইন্ডোজ কো-পাইলট’ যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে মাইক্রোসফট। আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া এ সুবিধা উইন্ডোজের টাস্কবার থেকে ব্যবহার করা যাবে। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে কম্পিউটারে যেকোনো সফটওয়্যারে কাজ করার সময় প্রশ্নের উত্তর জানার পাশাপাশি বিভিন্ন পরামর্শও পাওয়া যাবে।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.