Nazihar News Network

উইন্ডোজ কম্পিউটারে যুক্ত করা যাবে আইফোন

মাইক্রোসফটের ফোন লিংক অ্যাপের সাহায্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের সঙ্গে অ্যান্ড্রয়েড মুঠোফোন যুক্ত করা যায়। এবার অ্যাপটি কাজে লাগিয়ে আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনও যুক্ত করা যাবে। ফলে আইফোনে আসা বিজ্ঞপ্তি ও বার্তা কম্পিউটারে পড়া যাবে। পাশাপাশি কম্পিউটার থেকে আইফোনে বিভিন্ন তথ্য পাঠানোর পাশাপাশি কলও করা যাবে।

আরও পড়ুন
আইফোন ব্যবহারকারীদের ওপর নজরদারি করছে অ্যাপল
আইফোন

মাইক্রোসফটের তথ্যমতে, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপ ও কম্পিউটারের সঙ্গে আইফোন যুক্ত করা যাবে। এ জন্য ফোন লিংক অ্যাপের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে হবে। অ্যাপটি আইফোনের আইমেসেজে আসা বার্তা বা বিজ্ঞপ্তি কম্পিউটার ও ল্যাপটপে দেখার সুযোগ দেবে। শুধু তা–ই নয়, আইফোনে কেউ কল করলে কথাও বলা যাবে। এরই মধ্যে হালনাগাদ সংস্করণের অ্যাপটির পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।

আরও পড়ুন
মেসির স্বর্ণখচিত আইফোনের দাম জানেন কি
মেসির জন্য তৈরি সোনায় মোড়ানো আইফোন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার ও ল্যাপটপের সঙ্গে ব্লু–টুথ প্রযুক্তির মাধ্যমে যুক্ত থাকবে আইফোন। এ জন্য আগে থেকেই মাইক্রোসফটের ফোন লিংক অ্যাপের সঙ্গে নির্দিষ্ট আইফোন যুক্ত করতে হবে। যুক্ত করার পর আইফোনের আসা সব বার্তা বা বিজ্ঞপ্তিগুলো ফোন লিংক অ্যাপের আইফোন অপশনে দেখা যাবে। শিগগিরই এ সুবিধা ব্যবহার করা যাবে।

মাইক্রোসফটের ফোন লিংক অ্যাপের সাহায্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের সঙ্গে অ্যান্ড্রয়েড মুঠোফোন যুক্ত করা যায়। এবার অ্যাপটি কাজে লাগিয়ে আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনও যুক্ত করা যাবে। ফলে আইফোনে আসা বিজ্ঞপ্তি ও বার্তা কম্পিউটারে পড়া যাবে। পাশাপাশি কম্পিউটার থেকে আইফোনে বিভিন্ন তথ্য পাঠানোর পাশাপাশি কলও করা যাবে।

মাইক্রোসফটের তথ্যমতে, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপ ও কম্পিউটারের সঙ্গে আইফোন যুক্ত করা যাবে। এ জন্য ফোন লিংক অ্যাপের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে হবে। অ্যাপটি আইফোনের আইমেসেজে আসা বার্তা বা বিজ্ঞপ্তি কম্পিউটার ও ল্যাপটপে দেখার সুযোগ দেবে। শুধু তা–ই নয়, আইফোনে কেউ কল করলে কথাও বলা যাবে। এরই মধ্যে হালনাগাদ সংস্করণের অ্যাপটির পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার ও ল্যাপটপের সঙ্গে ব্লু–টুথ প্রযুক্তির মাধ্যমে যুক্ত থাকবে আইফোন। এ জন্য আগে থেকেই মাইক্রোসফটের ফোন লিংক অ্যাপের সঙ্গে নির্দিষ্ট আইফোন যুক্ত করতে হবে। যুক্ত করার পর আইফোনের আসা সব বার্তা বা বিজ্ঞপ্তিগুলো ফোন লিংক অ্যাপের আইফোন অপশনে দেখা যাবে। শিগগিরই এ সুবিধা ব্যবহার করা যাবে।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.