লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব-১১–এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার দুজন হলেন মো. শহীদ উল্যাহ (৫৫) ও আলাউদ্দিন আলো (২৭)। গ্রেপ্তার শহীদ উল্যাহ লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের বাসিন্দা ও হত্যা মামলার প্রধান আসামি আবুল কাশেম জিহাদীর ব্যক্তিগত সহকারী। গ্রেপ্তার আলাউদ্দিনের বাড়ি একই গ্রামে। তবে আলোচিত এ হত্যা মামলার প্রধান আসামি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম জিহাদীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক।
মামলার তদন্ত কর্মকর্তা ও দত্তপাড়া পুলিশি তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, নোমান-রাকিব হত্যা মামলায় এখন পর্যন্ত দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ১৪ জন।
২৫ এপ্রিল রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দারবাজার এলাকায় আবদুল্লাহ আল নোমান ও রাকিব ইমামকে গুলি করে হত্যা করা হয়। পরদিন রাতে নিহত নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম জিহাদীকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়।







Add comment