Nazihar News Network

মোটরসাইকেল কেনার ২ দিন পরেই মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

মোটরসাইকেল কেনার ২ দিন পরেই রাজধানীর আরামবাগে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরাফাত ইসলাম তানভির (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার আরও দুই বন্ধু।

শুক্রবার রাত সাড়ে ১২টার এি দুর্ঘটনায় আজ শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তানভিরের।

মোটরসাইকেল কেনার ২ দিন পরেই রাজধানীর আরামবাগে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরাফাত ইসলাম তানভির (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার আরও দুই বন্ধু।

শুক্রবার রাত সাড়ে ১২টার এি দুর্ঘটনায় আজ শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তানভিরের।

নিহতের দাদি আসমা খাতুন জানান, নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার মামুদি গ্রামের মো. আলমিনের ছেলে। তানভির পরিবারের সাথে দক্ষিণ কমলাপুর কবরস্থান রোডে একটি বাসায় থাকতেন। আবুজর গিফারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা পুলিশ তদন্ত করে দেখছে।

স্বজনরা জানান, মাত্র ২ দিন আগেই তাকে মোটরসাইকেল কিনে দেয় পরিবার।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.