ডেঙ্গুতে আক্রান্ত শিশুকন্যা আদিবাকে (৭) হাসপাতালে ভর্তি করাতে গিয়ে গ্রেপ্তার বাবা হাবিবুর রহমানকে ঢাকা মহানগর আদালতে তোলার প্রক্রিয়া চলছে।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল মজিদ আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
ছয় দিন ধরে ডেঙ্গুতে ভোগা আদিবাকে নিয়ে গতকাল বুধবার ভোরে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গিয়েছিলেন হাবিবুর রহমান। কিন্তু হাসপাতালে শয্যা খালি নেই জানিয়ে চিকিৎসক তাঁকে ফিরিয়ে দিতে চাইলে কথা-কাটাকাটির একপর্যায়ে চিকিৎসকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। পরে তাঁকে পুলিশে দিয়ে তাঁর বিরুদ্ধে মারধরের মামলা করেন হাসপাতালের এক চিকিৎসক। এর পর থেকে ঢাকার মুগদা থানাহাজতে বন্দী হাবিবুর রহমান।
মুগদা থানার কাছে উত্তর মানিকনগরে হাবিবুর রহমানের বাসা।
হাবিবুর রহমানকে আদালতে তোলা হবে, এমন খবরে আজ সকালে অসুস্থ আদিবাকে নিয়ে থানায় আসেন মা সাথী আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, মেয়ের আপাতত জ্বর নেই। তবে সে খুব দুর্বল হয়ে পড়েছে।







Add comment