Nazihar News Network
News from Nazihar It Solution

রিয়ালে প্রথম ৩ ম্যাচেই রোনালদোকে যেভাবে ছুঁলেন বেলিংহাম

তাঁর কাছ থেকে দারুণ কিছুর প্রত্যাশা ছিল সমর্থকদের। তবে জুড বেলিংহাম প্রথম তিন ম্যাচে যা করেছেন, অতটা হয়তো তাঁর অন্ধ ভক্তরাও ভাবেননি। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথম তিন ম্যাচেই চোখধাঁধানো পারফরম্যান্সে নিজের জাত চিনিয়েছেন বেলিংহাম। লা লিগায় অভিষেকের পর টানা তিন ম্যাচে গোল পেলেন এই ইংলিশ মিডফিল্ডার। রিয়ালের টানা ৩ জয়ের পথে বেলিংহাম করেছেন ৪ গোল, যা এরই মধ্যে তাঁকে ইতিহাসেও জায়গা করে দিয়েছে। টানা ম্যাচে গোল করার কৃতিত্বে বেলিংহাম ছুঁয়ে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকেও।

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বড় সাফল্যে চোখ রেখে রোনালদোকে নিয়ে আসে রিয়াল। স্পেনে আসার আগেই সময়ের অন্যতম সেরা তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ‘সিআর সেভেন’, যার প্রমাণ তিনি রিয়ালের জার্সিতে প্রথম ম্যাচ থেকেই দিয়েছেন। অভিষেকের পর থেকে টানা ৩ ম্যাচে ৪ গোল করে হইচই ফেলে দেন। প্রথম ম্যাচে দিপার্তিভো লা করুনার বিপক্ষে রিয়ালে ৩-২ গোলের জয়ে নিজের প্রথম গোল পান রোনালদো। এরপর এস্পানিওলকে ৩-০ গোলে হারানোর পথেও লক্ষ্যভেদ করেন পর্তুগিজ মহাতারকা।

তাঁর কাছ থেকে দারুণ কিছুর প্রত্যাশা ছিল সমর্থকদের। তবে জুড বেলিংহাম প্রথম তিন ম্যাচে যা করেছেন, অতটা হয়তো তাঁর অন্ধ ভক্তরাও ভাবেননি। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথম তিন ম্যাচেই চোখধাঁধানো পারফরম্যান্সে নিজের জাত চিনিয়েছেন বেলিংহাম। লা লিগায় অভিষেকের পর টানা তিন ম্যাচে গোল পেলেন এই ইংলিশ মিডফিল্ডার। রিয়ালের টানা ৩ জয়ের পথে বেলিংহাম করেছেন ৪ গোল, যা এরই মধ্যে তাঁকে ইতিহাসেও জায়গা করে দিয়েছে। টানা ম্যাচে গোল করার কৃতিত্বে বেলিংহাম ছুঁয়ে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকেও।

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বড় সাফল্যে চোখ রেখে রোনালদোকে নিয়ে আসে রিয়াল। স্পেনে আসার আগেই সময়ের অন্যতম সেরা তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ‘সিআর সেভেন’, যার প্রমাণ তিনি রিয়ালের জার্সিতে প্রথম ম্যাচ থেকেই দিয়েছেন। অভিষেকের পর থেকে টানা ৩ ম্যাচে ৪ গোল করে হইচই ফেলে দেন। প্রথম ম্যাচে দিপার্তিভো লা করুনার বিপক্ষে রিয়ালে ৩-২ গোলের জয়ে নিজের প্রথম গোল পান রোনালদো। এরপর এস্পানিওলকে ৩-০ গোলে হারানোর পথেও লক্ষ্যভেদ করেন পর্তুগিজ মহাতারকা।

আর তৃতীয় ম্যাচে হেরেজকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পথে জোড়া গোল করেন রোনালদো। সব মিলিয়ে ৩ ম্যাচে রোনালদোর গোল ছিল ৪। গতকালের আগপর্যন্ত রোনালদোই ছিলেন সর্বশেষ ফুটবলার, যিনি রিয়ালের হয়ে নিজের প্রথম তিন ম্যাচে ৪ গোল করেছেন। তবে কাল রাতে সেল্তা ভিগোর বিপক্ষে গোল করে রোনালদোকো ছুঁয়ে ফেলেছেন বেলিংহাম। রিয়ালের ১-০ গোলের জয়ে একমাত্র গোলটি আসে তাঁর কাছ থেকেই। এর আগে লিগ অভিষেকে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে নিজের প্রথম গোলটি করেন বেলিংহাম। এরপর আলমেরিয়ার বিপক্ষে তাদের মাঠে দুবার লক্ষ্যভেদ করেন বেলিংহাম।

রিয়ালের প্রথম তিন ম্যাচে গোল করেছিলেন রোনালদো

রিয়ালের প্রথম তিন ম্যাচে গোল করেছিলেন রোনালদোছবি: এএফপি

১৯৫৮ সালে ৩ ম্যাচে ৪ গোল করার কৃতিত্ব গড়েছিলেন রিয়াল বেতিসের জানুস কুজমান। রিয়ালের হয়ে ২০০৭-০৮, ২০০৮-০৯ এবং ২০০৯-১০ মৌসুমে ওয়েসলি স্নাইডার, ফন ডার ভার্ট এবং রোনালদো ৩ ম্যাচে ৪ গোল করেছিলেন। তবে ফন ডার ভার্ট তিন ম্যাচের মধ্যে দুটিতে গোল পেয়েছেন। অভিষেকে ১ গোল করার পর তৃতীয় ম্যাচে গিয়ে হ্যাটট্রিক করেছেন এই ডাচ তারকা।

টানা তিন ম্যাচে জয়ের নায়ককে ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন, ‘বেলিংহাম খুবই ভালো করছে। সে গোল করে যাচ্ছে এবং দলে অবদান রাখছে। বল পায়ে না থাকার সময়ও সে দারুণভাবে নিজের প্রভাব রাখছে। সে খুবই বুদ্ধিমান এবং তার টাইমিংও দুর্দান্ত।’

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.