Nazihar News Network
News from Nazihar It Solution Limited

মেসি বার্সেলোনায় ফিরলে বার্সা আবার চ্যাম্পিয়নস লিগ জিততে পারবে

পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হয়ে যাবে এ বছরের জুনেই। সেটি পুরোনো খবর। প্রশ্ন হচ্ছে, মেসির সঙ্গে পিএসজির নতুন চুক্তি কি আদৌ হবে!

ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসির সঙ্গে পিএসজি নতুন চুক্তি নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। ফলে মেসি জুনের পর পিএসজিতে থাকবেন কি না, সেই প্রশ্নও উঠছে। এর মধ্যেই গুঞ্জন, মেসি নাকি বার্সেলোনায় ফিরতে আলোচনা করতে রাজি। মেসি তাঁর পুরোনো ক্লাবে ফিরবেন কি না, এ নিয়ে কানাঘুষার মধ্যেই বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউহো বললেন, মেসি বার্সেলোনায় ফিরলে তিনি খুশিই হবেন।

পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি শেষ হয়ে যাবে এ বছরের জুনেই। সেটি পুরোনো খবর। প্রশ্ন হচ্ছে, মেসির সঙ্গে পিএসজির নতুন চুক্তি কি আদৌ হবে!

ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসির সঙ্গে পিএসজি নতুন চুক্তি নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। ফলে মেসি জুনের পর পিএসজিতে থাকবেন কি না, সেই প্রশ্নও উঠছে। এর মধ্যেই গুঞ্জন, মেসি নাকি বার্সেলোনায় ফিরতে আলোচনা করতে রাজি। মেসি তাঁর পুরোনো ক্লাবে ফিরবেন কি না, এ নিয়ে কানাঘুষার মধ্যেই বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউহো বললেন, মেসি বার্সেলোনায় ফিরলে তিনি খুশিই হবেন।

বার্সেলোনায় ফেরার আলোচনায় ‘রাজি’ মেসি
বার্সেলোনায় ফেরার আলোচনায় ‘রাজি’ মেসি

উরুগুইয়ান তারকা মনে করেন মেসি যদি বার্সেলোনায় ফেরেন, তাহলে বার্সেলোনার আরও একটি চ্যাম্পিয়নস লিগ জয়ের সুযোগ তৈরি হতে পারে, ‘মেসি যদি বার্সেলোনায় ফেরে, তাহলে আমি খুব খুশি হব। বার্সায় ফিরলে আমাদের আরও একটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের প্রবল সম্ভাবনা তৈরি হবে। আশা করি, তাঁকে বার্সেলোনায় ফিরে পাওয়ার একটা ভালো সুযোগ আছে। আমরা সবাই চাই, মেসি আবারও বার্সেলোনায় খেলুক।’

আরাউহো মনে করেন মেসি বার্সায় ফিরলে তাদের আরও একবার চ্যাম্পিয়নস লিগ জয়ের সম্ভাবনা তৈরি হবে
আরাউহো মনে করেন মেসি বার্সায় ফিরলে তাদের আরও একবার চ্যাম্পিয়নস লিগ জয়ের সম্ভাবনা তৈরি হবে

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও বলেছেন আরাউহো, ‘আমাদের দুজনের সম্পর্ক খুবই ভালো। আমরা কিন্তু খুব অল্প সময়ের জন্য বার্সায় সতীর্থ ছিলাম। আমি যখন বার্সেলোনার প্রথম দলে সুযোগ পাই, তখন মেসি আমাকে দলে দারুণভাবে স্বাগত জানিয়েছিল। মনে আছে, একদিন সে আমাকে ‘মেট’ পানের নিমন্ত্রণ জানিয়েছিল।’ মেট লাতিন আমেরিকার খুব জনপ্রিয় পানীয়। বিশেষ করে আর্জেন্টিনা ও উরুগুয়েতে এটি বেশ জনপ্রিয়।

ব্যক্তি মেসিকে খুবই পছন্দ আরাউহোর, ‘সবাই জানে ব্যক্তি হিসেবে মেসি কতটা দুর্দান্ত। সে কেমন ফুটবলার, সেটি তো সবাই জানে। সে যে একজন চ্যাম্পিয়ন ফুটবলার, সেটি সে মাঠে ও মাঠের বাইরে বারবার প্রমাণ করে দেয়।’

এ জার্সিতে কি আবারও দেখা যাবে মেসিকে
এ জার্সিতে কি আবারও দেখা যাবে মেসিকে

২০২১ সালে নাটকীয়ভাবে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। তাঁর বিদায়ী সংবাদ সম্মেলনে চোখের জলে মেসি বলেছিলেন, ‘আমি আবারও বার্সেলোনায় ফিরে আসব।’

মেসির সেই ‘ফেরা’র সময়টা কি এখনই! বার্সেলোনাও অবশ্য তাঁকে ফেরাতে আগ্রহী, তবে আর্জেন্টাইন তারকাকে ফেরাতে অনেক কাঠখড় পোড়াতে হবে বলেই মনে করা হচ্ছে। ব্যাপারটা মোটেও সহজ কিছু নয়।

প্রথম মৌসুমে তিনি খুব ভালো খেলতে পারেননি পিএসজির হয়ে। তবে দ্বিতীয় মৌসুমে দুর্দান্ত খেললেও সেটি পিএসজির চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য যথেষ্ট হয়নি। ক্লাবটির সাবেকদের কেউ কেউ মেসিকে সমালোচনার তিরে বিঁধেছেন। পিএসজির সাবেক উইঙ্গার জেরম রোথেন বলেছেন, আর্জেন্টিনার হয়ে মেসি নিজেকে যতটা উজাড় করে দেন, পিএসজিতে তা করেন না। মেসিকে কেনা ভুল হয়েছে বলেও মন্তব্য করেন সাবেক এই ফরাসি ফুটবলার।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.