Nazihar News Network
News from Nazihar It Solution

বার্সার ‘ঘরে’ ৬০ বছর আগে করেছিলেন পুসকাস, এবার বেনজেমা

রিয়াল মাদ্রিদ তত দিনে ৮ বার লিগ জিতেছে। চ্যাম্পিয়নস লিগের পূর্ববর্তী সংস্করণ ইউরোপিয়ান কাপও জেতা হয়েছে ৫বার। ১৯৬৩ সালের সেই মৌসুমে কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজের অধীনে কী দলটাই না ছিল রিয়ালের!

রিয়াল মাদ্রিদ তত দিনে ৮ বার লিগ জিতেছে। চ্যাম্পিয়নস লিগের পূর্ববর্তী সংস্করণ ইউরোপিয়ান কাপও জেতা হয়েছে ৫বার। ১৯৬৩ সালের সেই মৌসুমে কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজের অধীনে কী দলটাই না ছিল রিয়ালের!

পাকো জেন্তো, আমানসিও, আলফ্রেড ডি স্টেফানো ও ফেরেঙ্ক পুসকাসকে নিয়ে গড়া আক্রমণভাগ ও মাঝমাঠ। রক্ষণে হোসে সান্তা মারিয়া, পেদ্রো কাসাদো এবং পাচিনদের মতো দক্ষ সেনানী। বার্সারও দলটা ভালোই ছিল। আক্রমণভাগে ছিলেন পুসকাসেরই হাঙ্গেরি দলের সতীর্থ ও কিংবদন্তি স্যান্দর ককসিস। র‌্যামন ভিলাভার্দে ও কাইতানো রে-রাও প্রতিপক্ষের সীমানায় ত্রাস ছড়াতেন। কিন্তু লিগ সেবার রিয়াল মাদ্রিদই জিতেছিল। প্রশ্ন উঠতেই পারে এত বছর পর আজ সেই মৌসুম (১৯৬২-৬৩) টেনে আনা হচ্ছে কেন?

করিম বেনজেমা সেই মৌসুমের গল্প টেনে আনতে বাধ্য করেছেন। আরও পরিষ্কার করে বললে সেই মৌসুমে একটি ম্যাচের গল্প। কাল কোপা দেল রে সেমিফাইনাল ফিরতি লেগে বার্সেলোনাকে তাদেরই মাঠ ক্যাম্প ন্যুতে ৪-০ গোলে বিধ্বস্ত করে রিয়াল। হ্যাটট্রিক তুলে নেওয়ার পাশাপাশি ভিনিসিয়ুসকে দিয়ে গোলও করিয়েছেন বেনজেমা। আর তাতেই উঠে এসেছে ১৯৬৩ সালে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ‘এল ক্লাসিকো’র গল্প।

সেবার ২৭ জানুয়ারি লা লিগায় বার্সার মাঠে গিয়ে ৫-১ গোলে জিতেছিল রিয়াল। হ্যাটট্রিক করেছিলেন হাঙ্গেরি কিংবদন্তি পুসকাস। প্রথমার্ধে দুটি এবং বিরতির পর আরও একটি গোল তুলে নিয়েছিলেন ‘গ্যালোপিং মেজর।’ ক্যাম্প ন্যুতে রিয়ালের হয়ে ক্লাসিকোয় তারপর আর কেউ হ্যাটট্রিক পায়নি—এই পরিসংখ্যান কাল রাতে পাল্টে দিয়েছেন বেনজেমা।

পুসকাসের সেই হ্যাটট্রিকের ৬০ বছর পর রিয়ালের প্রথম খেলোয়াড় হিসেবে বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে ‘ক্লাসিকো’য় হ্যাটট্রিক করলেন বেনজেমা। একবার ভেবে দেখুন, মাঝে এই ৬০ বছরে রিয়াল কী সব দুর্দান্ত খেলোয়াড়ই না উপহার দিয়েছে ! তবু কেউ এমন কীর্তি গড়তে পারেননি কাল রাতে যা করেছেন বেনজেমা। আর যদি শুধু ক্লাসিকো বিবেচনায় নেওয়া হয় তাহলেও বেনজেমার এই হ্যাটট্রিক অন্তত রিয়ালের জন্য ঐতিহাসিক।

ক্লাসিকোয় কাল রাতের আগে রিয়ালের হয়ে সর্বশেষ হ্যাটট্রিক চিলির কিংবদন্তি স্ট্রাইকার ইভান জামোরানোর। ‘ইভান এল টেরিবল’নামে খ্যাত ’৯৮ বিশ্বকাপে আলো ছড়ানো জামোরানো ১৯৯৫ সালের ৬ জানুয়ারি লা লিগায় রিয়ালের মাঠে বার্সার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। সে ম্যাচে গোল করেছিলেন বার্সার সাবেক কোচ ও খেলোয়াড় লুইস এনরিকেও। না, সে সময় এনরিকে রিয়ালের খেলোয়াড়। মাদ্রিদের ক্লাবটি ছেড়ে পরের বছর যোগ দেন বার্সায়।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.